Wednesday, December 15, 2010

লজ্জ্বা-লজ্জ্বা-লজ্জ্বা

ওরা বলে-
           আমার দেশ দুর্নীতিগ্রস্থ দেশ
           আমার দেশ ঘুর্ণিঝড়ের-জলোচ্ছ্বাসের দেশ
           আমার দেশ চোর বাটপার আর খুনীদের দেশ
           আমার দেশ অভুক্ত ও শীতার্তের দেশ
আমি বলি
           আমার দেশ সৌন্দর্যের দেশ
           আমার দেশ ভাষার জন্য প্রাণ দেয়া সালাম বরকতের দেশ
           আমার দেশ ত্রিশলাখ শহীদের দেশ
           আমার দেশ ঈজ্বথারানো দুলাখ মা  বোনের ঈজ্জতে কেনা দেশ
ওরা বলে
           আমার দেশ তলাহীন ঝুড়ির দেশ
           আমার দেশ জন্গীবাদী দেশ
           আমার দেশ বোমা হামলায় হাত-পা হারানো পঙ্গু একটি দেশ
           আমার দেশ ক্ষমতা লিপ্সু ঘাতকের দেশ
আমি বলি
            আমার দেশ হাজার বছরের ভাতৃত্বের দেশ
           আমার দেশ ধর্মনিরপেক্ষতার দেশ
           আমার দেশ জীবনানন্দ-নজরুলের ষেশ
           আমার দেশ দেশপ্রেমে জাগ্রত মানুষের দেশ
ওরা এটা শুনে বলে
           তবে কেন এখনো তোমাদের দেশে বুক চিতিয়ে হেটে বেড়ায়
           রাজাকার -আলবদর???
           তবে কেন আজ ও বিচার হয়না বুদ্ধিজীবিদের হত্যাকারী দের???
                           আমি নির্বাক থাকি
                  আমার চোখে মুখে তখন থাকে শুধুই
                           লজ্জ্বা-লজ্জ্বা-লজ্জ্বা...........।

No comments:

Post a Comment