ছোটবেলায়-মনে আছে সেদিন
কত ইচ্ছে করেছিলো বেড়াতে যাব
দেখতে যাব চিড়ি্যা খানা
দেখতে যাব শিশুপার্ক
লেখা পড়া তাই জেঁকে বসেছিলো আমার মাথার উপর
মায়ের বকুনি আর স্যারের ব্যাতের ভয়ে ও কিছু বলিনি আমি
হয়তো বকুনিই খেতাম একটু
তবু ও বেড়াতে গেলে ভাল ই হত।
কত ইচ্ছে করত আইসক্রিম খাবো
কোণ আইসক্রিম-চকবার আরো কত কি....
আহা বাবার কাছে চাইতে গেলেই কষ্ট লাগত
নুন আনতে পান্তা ফুরোবার দিনে কি আর
আইসক্রিমের আবদার তোলা যায় মুখে?
তাই দুটাকা জমিয়ে লালনীল লেবেনচুষই ছিলো ভরসা।
ইচ্ছে ছিলো বড় হয়ে আমি প্রেম করবো
ভালবাসবো কোন এক অপরূপা নারীকে
ভালবাসবো আমার জীবন দিয়ে
কবিতা লিখবো
গান লিখবো
তারপর তার বুকে মাথা রেখে একদিন
মরে যাব নিশ্চিন্তে
ভালবেসেছি আমি -
কিন্তু ভালবাসা পেয়েছি কিনা জানিনা।
ইচ্ছে ছিলো পর্যটক হবো
ইচ্ছে ছিলো অনেক অনেক দেশে ঘুরে বেড়াবো
ধুষর নীল ফ্রান্কা থেকে অষ্ট্রিয়া
কিনবা কমডোর সেই দ্বীপের দেশে
পারিনি-অভাব আমাকে রোধ করেছে
সংসার আমাকে বেঁধে রেখেছে
পিছুটান আমাকে নিরাশ করেছে
তবুও
একদিন আমি বাঁধনহারা হবোই
এই সংসারটাকে পিছনে ফেলে রেখে
একদিন আমি বাঁধনহারা হবোই।।
কত ইচ্ছে করেছিলো বেড়াতে যাব
দেখতে যাব চিড়ি্যা খানা
দেখতে যাব শিশুপার্ক
লেখা পড়া তাই জেঁকে বসেছিলো আমার মাথার উপর
মায়ের বকুনি আর স্যারের ব্যাতের ভয়ে ও কিছু বলিনি আমি
হয়তো বকুনিই খেতাম একটু
তবু ও বেড়াতে গেলে ভাল ই হত।
কত ইচ্ছে করত আইসক্রিম খাবো
কোণ আইসক্রিম-চকবার আরো কত কি....
আহা বাবার কাছে চাইতে গেলেই কষ্ট লাগত
নুন আনতে পান্তা ফুরোবার দিনে কি আর
আইসক্রিমের আবদার তোলা যায় মুখে?
তাই দুটাকা জমিয়ে লালনীল লেবেনচুষই ছিলো ভরসা।
ইচ্ছে ছিলো বড় হয়ে আমি প্রেম করবো
ভালবাসবো কোন এক অপরূপা নারীকে
ভালবাসবো আমার জীবন দিয়ে
কবিতা লিখবো
গান লিখবো
তারপর তার বুকে মাথা রেখে একদিন
মরে যাব নিশ্চিন্তে
ভালবেসেছি আমি -
কিন্তু ভালবাসা পেয়েছি কিনা জানিনা।
ইচ্ছে ছিলো পর্যটক হবো
ইচ্ছে ছিলো অনেক অনেক দেশে ঘুরে বেড়াবো
ধুষর নীল ফ্রান্কা থেকে অষ্ট্রিয়া
কিনবা কমডোর সেই দ্বীপের দেশে
পারিনি-অভাব আমাকে রোধ করেছে
সংসার আমাকে বেঁধে রেখেছে
পিছুটান আমাকে নিরাশ করেছে
তবুও
একদিন আমি বাঁধনহারা হবোই
এই সংসারটাকে পিছনে ফেলে রেখে
একদিন আমি বাঁধনহারা হবোই।।
No comments:
Post a Comment