Saturday, April 23, 2011

আজ জোছনায় ডুবেছে শহর....

আজ জোছনায় ডুবেছে শহর
চারিদিকে জমাট আলো
চেয়েছিলাম পালিয়ে যাবো
ফিরবোনা আর এই নিষ্টুর শহরে
পালাতে গিয়ে দেখি
আজ জোছনায় ডুবেছে শহর।।

পালাতে পারিনা জীবন থেকে
অমাবস্যায় পুড়ে হই ছাড়খাড়
অতিদুর সময়ের অপেক্ষায়
যখন হবে চাঁদের গ্রহণ
পালিয়ে যাবো আমি
কোন এক চাঁদবিহীন রাতে
থাকবেনা জোছনা যেখানে
নিবাক প্রহরীর মতো।।

আর কতোরাত আমি
অপেক্ষার প্রহর গুনে গুনে
হন্যে হয়ে খুঁজে জীবনের পন্জ্ঞীকা
অপেক্ষার শিকল ছেড়ে
বেরিয়ে আসবে কবে
গ্রহণের প্রহেলিকা???
তখন এই শরীর ছেড়ে
অন্য কোন শরীরের খোঁজে
এই শহরে নয়-অন্য কোন শহরে...........

No comments:

Post a Comment