Saturday, April 23, 2011

বিষ

সাপের বিষের জ্বালাতনে
যাচ্ছে আমার প্রাণ
ওরে তোরা কোথায় আছিস
ওঝা ডেকে আন....

ওঝা এসে আমায় ঝাড়ুক
বিষে গেল প্রাণ
লাগছে কেমন বলতে নারি
বাঁচা আমার প্রাণ..

আমার বিষের ঠেলায় ওষ্টাগত
আমার হৃদয়খানি
কোথা থেকে সাপখানা
দিল খোদা আনি-
সেই সাপের বিষে এখন আমার
পরান আনচান
দয়ে করে কোথায় আছিস
ওঝা ডেকে আন....

ওঝা এসে দিলে রে ফু
আমি ভালো হয়ে যাবো
নিজের বিষের অন্তরালে
সাপের বিষ লুকাবো...
ওরে তোরা গেলি কোথায়
আমার লাগি ওঝা ডেকে আন
আমার দেহের মাঝে বিষের ধারা
দিচ্ছে বয়ে বান................

No comments:

Post a Comment