এলোমেলো চিন্তার ফাঁকে এখন আর কবিতা আসেনা
ভাব আসেনা- আগের মতন
এখন ভাবনা জুড়ে থাকে শুধুই বিক্ষোভ
বিক্ষুব্ধ চিন্তারা বিক্ষোভে ফেটে পড়ে
হুমকারে হুমকারে
মাথার এলোমেলো চুলের মতন- বিচ্ছিন্ন সেই সব ভাবনারা
একাকী খুব একাকী- শুধুই ছিন্নতা খুঁজে ফেরে নিঠুর বাংলায়
যেখানে মৃত্যুরা দিশেহারা
যেখানে স্বজনেরা দিশেহারা
যেখানে সত্যেরা দিশেহারা
এই বাংলাই কি চেয়েছিলো সেই কৃষক শ্রমিক?
যারা এক নিঃশ্বাসে দাঁতে দাঁত কপাটি রেখে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল
পাক বাহিনীর সামনে?
এই বাংলাই কি চেয়েছিল সেই গৃহিনী- যে তার সর্বস্ব হারিয়েছিল
সেই আলবদর বাহিনীর কাছে?
এই বাংলাই কি চেয়েছিল সেই ১৬ বছরের যুবক মুক্তি
যে নিজের জীবন বাজি রেখে বুকে গ্রেনেড বেধে ঝাপিয়ে পড়েছিলো
কালুঘাট ব্রিজে?
জানিনা- এই দুর্নীতির দেশ মুজিবের সেই স্বপ্নের দেশ কিনা
জানিনা - এই দখলবাজের দেশ সেই সাত কোটি স্বপ্নের দেশ কিনা
জানিনা- এই মাটি সেই সোনা সোনা স্বপ্নের দেশ কিনা
যে দেশের স্বপ্ন দেখে মরে ছিল ত্রিশ কোটি
যে দেশের স্বপ্ন দেখে ঈজ্জত দিয়েছিলো দু-কোটি মা বোন
জানিনা- কিছুই জানিনা-
শুধুই বুকের ভেতর হাহাকার ওঠে
শুধুই মাথার চুলে ঢেউ ওঠে
কলমের ডগায় স্বপ্ন এসে ধরা দেয়
কবিতা আসেনা
স্বপ্ন থেমেছে সেই কবে- জানিনা কবে আসবে।।
ভাব আসেনা- আগের মতন
এখন ভাবনা জুড়ে থাকে শুধুই বিক্ষোভ
বিক্ষুব্ধ চিন্তারা বিক্ষোভে ফেটে পড়ে
হুমকারে হুমকারে
মাথার এলোমেলো চুলের মতন- বিচ্ছিন্ন সেই সব ভাবনারা
একাকী খুব একাকী- শুধুই ছিন্নতা খুঁজে ফেরে নিঠুর বাংলায়
যেখানে মৃত্যুরা দিশেহারা
যেখানে স্বজনেরা দিশেহারা
যেখানে সত্যেরা দিশেহারা
এই বাংলাই কি চেয়েছিলো সেই কৃষক শ্রমিক?
যারা এক নিঃশ্বাসে দাঁতে দাঁত কপাটি রেখে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল
পাক বাহিনীর সামনে?
এই বাংলাই কি চেয়েছিল সেই গৃহিনী- যে তার সর্বস্ব হারিয়েছিল
সেই আলবদর বাহিনীর কাছে?
এই বাংলাই কি চেয়েছিল সেই ১৬ বছরের যুবক মুক্তি
যে নিজের জীবন বাজি রেখে বুকে গ্রেনেড বেধে ঝাপিয়ে পড়েছিলো
কালুঘাট ব্রিজে?
জানিনা- এই দুর্নীতির দেশ মুজিবের সেই স্বপ্নের দেশ কিনা
জানিনা - এই দখলবাজের দেশ সেই সাত কোটি স্বপ্নের দেশ কিনা
জানিনা- এই মাটি সেই সোনা সোনা স্বপ্নের দেশ কিনা
যে দেশের স্বপ্ন দেখে মরে ছিল ত্রিশ কোটি
যে দেশের স্বপ্ন দেখে ঈজ্জত দিয়েছিলো দু-কোটি মা বোন
জানিনা- কিছুই জানিনা-
শুধুই বুকের ভেতর হাহাকার ওঠে
শুধুই মাথার চুলে ঢেউ ওঠে
কলমের ডগায় স্বপ্ন এসে ধরা দেয়
কবিতা আসেনা
স্বপ্ন থেমেছে সেই কবে- জানিনা কবে আসবে।।
এটা কি আওয়ামি মূখপত্র ?
ReplyDeleteমুজিব বন্দনা করতে হলে মুজিব বন্দনাই করো , রহস্য গল্পের কি দরকার ছিলো ?
আর রহস্য গল্প যদি দিলে তাহলে আবার ঐ মুজিব বন্দনা কেনো ?
This comment has been removed by the author.
ReplyDelete