আমি সিংহাসন থেকে নেমেই
দেখি রাজপথে ঝড় উঠেছে -সেই ঝড় ঘুরতে ঘুরতে সাইক্লোন
আমি নিশ্চুপে মাটির কাছে কাছে থেকেছি-ঝড়কে কিছুই বলিনি।
আমি তারপর ভিক্ষুকের থালার নিচে লুকিয়ে থাকা চকচকে টাকার মত
মিশে যেতে চেয়েছি - আধাঁরের বুকে মিলিয়ে যেতে চেয়েছি
চেয়েছি আমার মাথার তালু থেকে আব্রম্যস্তম্ভ পর্যন্ত অনন্তের অনন্তে মিলিয়ে
দিয়ে আমি হবো কুয়োপাড়ের কুনো ব্যাঙ-কিনবা সরল টিকটিকি
আমি ঝড়ের বেগে উল্টে যাবার আগে তা ও পারিনি।
অতঃপর ঝড় এলো-আমাকে টেনে নিয়ে গেল খড়কুটোর মত
আমি ভেসে ভেসে কার্পাস তুলোর মত উড়ে গিয়ে
কিনবা আছড়ে গেলাম-আমার পায়ের নিচে শেকড় গজানোর আগেই।
আমার সিংহাসনে অবশিষ্ট থাকেনি কোন স্বর্ণকমল
আমার বাজু-বা হাতের খন্জনি পড়েছিলো নির্লোভ হয়ে
মাথার উপড় ছিলোনা এমন কাপড়-যেটা মুকুটের অভাব পুরণ করে দেবে
আমি পিপড়া কিনবা নিকৃষ্ট ছুচোর মত-কিনবা পরিচয়হীন ডালপালার মত
উড়ে গেলাম-পরাজিত হলাম আমি ঝড়ের আড়ালে মৃত্যুর কাছে।।
দেখি রাজপথে ঝড় উঠেছে -সেই ঝড় ঘুরতে ঘুরতে সাইক্লোন
আমি নিশ্চুপে মাটির কাছে কাছে থেকেছি-ঝড়কে কিছুই বলিনি।
আমি তারপর ভিক্ষুকের থালার নিচে লুকিয়ে থাকা চকচকে টাকার মত
মিশে যেতে চেয়েছি - আধাঁরের বুকে মিলিয়ে যেতে চেয়েছি
চেয়েছি আমার মাথার তালু থেকে আব্রম্যস্তম্ভ পর্যন্ত অনন্তের অনন্তে মিলিয়ে
দিয়ে আমি হবো কুয়োপাড়ের কুনো ব্যাঙ-কিনবা সরল টিকটিকি
আমি ঝড়ের বেগে উল্টে যাবার আগে তা ও পারিনি।
অতঃপর ঝড় এলো-আমাকে টেনে নিয়ে গেল খড়কুটোর মত
আমি ভেসে ভেসে কার্পাস তুলোর মত উড়ে গিয়ে
কিনবা আছড়ে গেলাম-আমার পায়ের নিচে শেকড় গজানোর আগেই।
আমার সিংহাসনে অবশিষ্ট থাকেনি কোন স্বর্ণকমল
আমার বাজু-বা হাতের খন্জনি পড়েছিলো নির্লোভ হয়ে
মাথার উপড় ছিলোনা এমন কাপড়-যেটা মুকুটের অভাব পুরণ করে দেবে
আমি পিপড়া কিনবা নিকৃষ্ট ছুচোর মত-কিনবা পরিচয়হীন ডালপালার মত
উড়ে গেলাম-পরাজিত হলাম আমি ঝড়ের আড়ালে মৃত্যুর কাছে।।
No comments:
Post a Comment