ভোর হতেই পিলপিল করে বেরিয়ে আসে ঘুমন্ত মানুষ গুলো
সন্গম ছেড়ে উঠে আসে বলে কেউ কেউ চোখ মেলেই
দেখতে পায় ব্যাস্ততা
ম্যাভেরিক দেয়ালঘড়ির টিকটিক শব্দ যখন বেড়িয়ে আসে
ডিজিটাল চিৎকারে
তখন- একটি শিশুর খুব বেশী মনে পড়ে মোরগের ডাক
যখন সে শিশু ছিল-তখন ঘুম ভেন্গে যেত মোরগের ডাকে
তখন থেকে এখন -সব সময় মোরগ ডেকে যায়
সকাল হবার আগেই -মোরগ ডেকে যায়
কারণ সকাল হবে জেনেই-মোরগ তিনবার ডাকে
তারপর সকাল হয়-
আগে মায়ের আঁচলের তলার উমে ঘুম ভেন্গেই পেয়ে যেত মুড়ি-মুড়কি
মা হারিয়েছে বহুদিন
তারও বেশী আগে হারিয়েছে সেই সব দিন-
এত বড় বয়সেও তার শিশু মন শুনতে চায় মোরগের ডাক
কারণ-সব কিছু আছে-কিন্তু সেই ভোরের স্নিগ্ধতা নেই তার সকাল গুলোতে
গাড়ি আছে-বাড়ি আছে-টাকা আছে-আছে টাকা আর ব্যাস্ততা
ঘোড়ার মত ব্যস্ততা-আছে কুকুরের মত ব্যাস্ততা
আছে পশুর মত ব্যাস্ততা
কিন্তু সেই ভোরের পাখির কুজন নেই
নেই জানালা খুললেই জোছনা বা জননী
নেই কোন ভালবাসা-আছে শুধুই লোভ-আর কাম...
তাই একদিন সে ভোরহবার আগেই বিছানা ছাড়ে
আর ছেড়ে আসে তার ডেইলি নোটবুক-আর টুকে রাখা আ্যপয়েনমেন্ট
আর ফেলে রেখেই পালিয়ে যায় মুঠোফোন আর হাত ঘড়িটা-
আর সে পালিয়ে চলে যায় এ শহর ছেড়ে
এবং যে জোছনার আলো তার খুব প্রিয় ছিলো-
সেই আলোর ছায়ার সে হারিয়ে যায়
-হারিয়ে গিয়েই শুনতে পায়-বহুদুর থেকে ভেসে আসে মোরগের ডাক
মোরগের ডাক শুনেই মুহুর্তেই সে শিশু হয়ে যায়
ছুটে ছুটে সে শিশু হয়ে যায়-
এবং মোরগের ডাক লক্ষ করে
সে দৌড়াতেই থাকে-
দৌড়াতেই থাকে....
সন্গম ছেড়ে উঠে আসে বলে কেউ কেউ চোখ মেলেই
দেখতে পায় ব্যাস্ততা
ম্যাভেরিক দেয়ালঘড়ির টিকটিক শব্দ যখন বেড়িয়ে আসে
ডিজিটাল চিৎকারে
তখন- একটি শিশুর খুব বেশী মনে পড়ে মোরগের ডাক
যখন সে শিশু ছিল-তখন ঘুম ভেন্গে যেত মোরগের ডাকে
তখন থেকে এখন -সব সময় মোরগ ডেকে যায়
সকাল হবার আগেই -মোরগ ডেকে যায়
কারণ সকাল হবে জেনেই-মোরগ তিনবার ডাকে
তারপর সকাল হয়-
আগে মায়ের আঁচলের তলার উমে ঘুম ভেন্গেই পেয়ে যেত মুড়ি-মুড়কি
মা হারিয়েছে বহুদিন
তারও বেশী আগে হারিয়েছে সেই সব দিন-
এত বড় বয়সেও তার শিশু মন শুনতে চায় মোরগের ডাক
কারণ-সব কিছু আছে-কিন্তু সেই ভোরের স্নিগ্ধতা নেই তার সকাল গুলোতে
গাড়ি আছে-বাড়ি আছে-টাকা আছে-আছে টাকা আর ব্যাস্ততা
ঘোড়ার মত ব্যস্ততা-আছে কুকুরের মত ব্যাস্ততা
আছে পশুর মত ব্যাস্ততা
কিন্তু সেই ভোরের পাখির কুজন নেই
নেই জানালা খুললেই জোছনা বা জননী
নেই কোন ভালবাসা-আছে শুধুই লোভ-আর কাম...
তাই একদিন সে ভোরহবার আগেই বিছানা ছাড়ে
আর ছেড়ে আসে তার ডেইলি নোটবুক-আর টুকে রাখা আ্যপয়েনমেন্ট
আর ফেলে রেখেই পালিয়ে যায় মুঠোফোন আর হাত ঘড়িটা-
আর সে পালিয়ে চলে যায় এ শহর ছেড়ে
এবং যে জোছনার আলো তার খুব প্রিয় ছিলো-
সেই আলোর ছায়ার সে হারিয়ে যায়
-হারিয়ে গিয়েই শুনতে পায়-বহুদুর থেকে ভেসে আসে মোরগের ডাক
মোরগের ডাক শুনেই মুহুর্তেই সে শিশু হয়ে যায়
ছুটে ছুটে সে শিশু হয়ে যায়-
এবং মোরগের ডাক লক্ষ করে
সে দৌড়াতেই থাকে-
দৌড়াতেই থাকে....
No comments:
Post a Comment