কবিতা লিখবোনা আর
আকাশের বুকে চাঁদোয়ায় সাঁতার কাটবো আজ
আমার স্বপ্নগুলো অভিমানে অভিমানে
দুঃস্বপ্ন হতে দ্বিধা করবেনা জানি
তবু ও চাঁদের কাছে আমি দিব নিজেকে আজ সঁপে
আমি চিরকাল থেকেছি অপেক্ষায়
এমনই এক চাঁদোয়ার জন্যে
পৃথিবীর পথে পথে ঘুরেছি চাঁদোয়ার খোঁজে
পাইনি
পেয়েছি শুধুই যন্ত্রণা
লোভ আর ঘৃণায় আমার চোখে জং ধরেছে কবেই
আমার হাত দুটোয় ধরেছে দুষিত গ্যাংগ্রিন
পায়ের নখের মাঝে জমেছে কৌতুক
আমি তবুও দেখবো চাঁদোয়া
জানি সবার মতো চাঁদ আমাকে নিরাশ করবেনা-
আমি উঠে দাঁড়াই
ভাসিয়ে দিই দুটো হাত হলুদ প্রান্তরে
যেখানে মৃত্যুরা যাতায়াত করে দিশেহারা হয়ে
আমি নির্ভয় থাকি
আমি নির্ভার থাকি
জানি মৃত্যুর মতো চাঁদ আমাকে নিরাশ করবেনা।।
আকাশের বুকে চাঁদোয়ায় সাঁতার কাটবো আজ
আমার স্বপ্নগুলো অভিমানে অভিমানে
দুঃস্বপ্ন হতে দ্বিধা করবেনা জানি
তবু ও চাঁদের কাছে আমি দিব নিজেকে আজ সঁপে
আমি চিরকাল থেকেছি অপেক্ষায়
এমনই এক চাঁদোয়ার জন্যে
পৃথিবীর পথে পথে ঘুরেছি চাঁদোয়ার খোঁজে
পাইনি
পেয়েছি শুধুই যন্ত্রণা
লোভ আর ঘৃণায় আমার চোখে জং ধরেছে কবেই
আমার হাত দুটোয় ধরেছে দুষিত গ্যাংগ্রিন
পায়ের নখের মাঝে জমেছে কৌতুক
আমি তবুও দেখবো চাঁদোয়া
জানি সবার মতো চাঁদ আমাকে নিরাশ করবেনা-
আমি উঠে দাঁড়াই
ভাসিয়ে দিই দুটো হাত হলুদ প্রান্তরে
যেখানে মৃত্যুরা যাতায়াত করে দিশেহারা হয়ে
আমি নির্ভয় থাকি
আমি নির্ভার থাকি
জানি মৃত্যুর মতো চাঁদ আমাকে নিরাশ করবেনা।।
No comments:
Post a Comment