Thursday, January 20, 2011

মৃত্যু

হটাৎ সব আলো নিভে গেল সম্মুখে
থেমে গেল সব স্বপ্ন
আকাশটা হল কালো
আকাশে কোন তারা নেই
চাঁদ নেই
বাতাসে সোঁদা মাটির গন্ধ নেই
ঝিঁঝিঁ পোকার ডাক নেই
পায়ের নিচে মাটি নেই
শরীরে আমার কোন গন্ধ ও নেই
চোখ নেই যে দেখবো
কান নেই- শুনতে ও পারছিনা কিছু
কিছু নেই
শুধু আছে অনুভব
আর অনুভব জুড়েই আছে
কষ্ট-কষ্ট-কষ্ট
এটাই বোধহয় মৃত্যু
এটাই বোধহয় জীবনের শেষ...

No comments:

Post a Comment