Thursday, June 9, 2011

সমসাময়িক

সবাই ছিল সমসাময়িক
সবাই ছিল- হাসি আর গানে
সুখে আর অসুখে
সবাই ছিল মিলে মিশে
এবং একসাথে-একতায়।

তারপর ইতিহাস বয়ে চলে
সময় ফুরিয়ে যায় অবনমনে
কেউ বৃদ্ধ হয়
কেউ যায় মরে
কেউ ফুল পায়
কেউ পায় মৃত্যু
তারপর
সবাই এক একে ধীরে ধীরে
চলে যায়
রেখে যায় স্মৃতি
রেখে যায় প্রেম-
পরবর্তী প্রজন্মের জন্য
যেটা সবসময়ই সমসাময়িক।।

No comments:

Post a Comment