Tuesday, August 16, 2011

খেলা

হামাগুড়ি দিয়ে এগিয়ে চলি আমি
সামনে দাঁড়িয়ে থাকে মৃত্যুর পদলেহন কারী ভৃত্যেরা
আমি চেয়ে দেখি- এক এক জন অদৃশ্য দালাল
মুখোশের ঊপর মুখোশ পড়ে ব্যাস্ত নিজের স্বরূপ ঢাকতে-
কে জানে কতদিন ওদের মুখের চামড়ার লোমকূপে
গড়িয়ে পড়েনা সূর্যালোক-
হয়ত জন্মের পর থেকেই ওরা অর্থের প্রতি মোহময়
তাই আজ আমাকে হত্যা করতে এসেছে মৃত্যুর বেশে
আমি ভয় পাইনা- এগিয়ে যাই
কুকুরের মত- কিনবা হিংস্র শাবকের মত
ওরা আমাকে ভয় পায়-
তাই ওরা আমাকে এই নিকষ আঁধারে মিশিয়ে দিতে এসেছে মাটির সাথে
আমি তো জানি-ওরা পারবেনা-
ওরা ঢেলে দেয় গরম হিংসা-
এবং বিক্ষিপ্ত লাভাময় লোভের পাত্র-
আমি জর্জরিত হই-
কিন্তু থেমে থাকা আমার রক্তে ছিলোনা কখনোই
আমি এগিয়ে চলি- হামাগুড়ি দিয়ে
আমি এগিয়ে চলি অপাংতেয় হয়ে
জানি একটু পড়েই দিনের শুরু
শুধু আরেকটু সময় টিকে থাকতে পারলেই আমি জিতে যাবো এই খেলায়
আমি লোভ থেকে বের হবো
আমি হিংসা থেকে বের হবো
আমি রিপু থেকে বের হবো
তারপর ঝড়ের মত ঊড়িয়ে নিয়ে যাবো ওদের
শুধু সত্যের সূর্য ঊঠার অপেক্ষায় আছি ।।

No comments:

Post a Comment