Wednesday, September 21, 2011

আর্তনাদ

হয়ত খুব তুচ্ছ কারনে আমার মৃত্যু হবে
তারপর ভুলে যাবে পৃথিবী আমাকে
আমি মরে যাব
ফেলে রেখে যাব আমার স্বপন গুলো  

আদিম হতাশায় কাব্য গুলো আমার
এপিটাফে ঘুরে ফিরে মরবে
ক্লান্ত ঝড়া পাতার মত   

আমি নিঃসীম হয়ে ঘুরে বেড়াব
বাতাস হয়ে
তবু থাকবে স্বপ্নেরা
আমার মাঝে
অবুঝ হয়ে.. . 

তারপর হয়ত এপিটাফ ও হারিয়ে যাবে
কালের অতলে।।

No comments:

Post a Comment