হয়ত খুব তুচ্ছ কারনে আমার মৃত্যু হবে
তারপর ভুলে যাবে পৃথিবী আমাকে
আমি মরে যাব
ফেলে রেখে যাব আমার স্বপন গুলো
আদিম হতাশায় কাব্য গুলো আমার
এপিটাফে ঘুরে ফিরে মরবে
ক্লান্ত ঝড়া পাতার মত
আমি নিঃসীম হয়ে ঘুরে বেড়াব
বাতাস হয়ে
তবু থাকবে স্বপ্নেরা
আমার মাঝে
অবুঝ হয়ে.. .
তারপর হয়ত এপিটাফ ও হারিয়ে যাবে
কালের অতলে।।
No comments:
Post a Comment