Tuesday, November 22, 2011

স্বপ্ন

আমি স্বপ্ন দেখব বলে চোখ মেলেছিলাম নিখিলের পরে
সেখানে দেখেছিলাম কালো নীল চোখ
সেই চোখে আমি এখন নিজেকে দেখি
কিনবা নিজের ভেতর তোমাকে
চোখে চোখে চোখ রাখা আমাকে স্বপ্ন দেখায়
... সেই স্বপ্নে আমি শুধু দীর্ঘ পথে পথ চলা দেখি
স্বপ্ন এবং গাড়নীল সংঘাতে আমি শুধুই নিনাদিত হই
মনে হয় যেন আমি হারিয়ে যাই চোখের মায়ায়
সেই মায়া তে হারাবো বলে আমি আবার
চোখ মেলে স্বপ্ন দেখার চেষ্টা করি
শুধু স্বপ্ন দেখব বলে আমি আবার হারাই
সেই নীলাভ তারার মেলায়।।



নষ্ট কবি

No comments:

Post a Comment