Wednesday, May 2, 2012

চোখ ও ঘেন্না কাহিনী

তোমার চোখের কাজলে এখন লুকিয়ে থাকে শয্যা যন্ত্রণা
কালো কালো চোখের কাজলের ওজন কান্না থেকে ভারী হয় যখন
তখন তুমি লজ্জা পেয়ে মুখ লুকাও সেই চাদরে
যাকে তুমি আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলে সহবাস কালে খড়কুটোর মত

মুঠো মুঠো বৃষ্টি ঝড়েছিল বলে টের পায়নি কেউ চোখের জলকে
শুধু ফুলকে ফুল ভেবে উঠিয়ে দিয়েছিলে ট্রেন স্টেশনে
ফুল চলে যাবে- বৃষ্টি চলে যাবে- চলে যাবে যৌবন তোমার
শুধু থেকে যাবে ক্লান্ত দেহের এপিটাফ-যেখানে একদিন আবার চুমু খেলা করতো।
 রান্না ঘরে পড়ে থাকা খাবারের খোসা দেখে কি মনে পড়ে একদিন
তুমি বাড়িয়ে দিয়েছিলে প্রেম পত্র
আমি সেই প্রেমের জানু থেকে জঙ্ঘা অতিক্রম করেছি কাম যন্ত্রনায়
এতকাল জেনেছিলে ভালবাসি- আজ জেনে নাও প্রচন্ড ঘেন্না করি তোমায়।
পাশাপাশি দুটো ডিম যদি সমান দূরত্বে না থাকে
তবে যেভাবে ভেঙ্গে যায় ডিমের খোসা
সেভাবে ভেঙ্গে গেছে মনের সকল ইচ্ছে দেয়াল
এখন এখানে শুধু ঘেন্না খেলা করে- খেলা করে রোদ বৃষ্টী-সাথে শিলা ঝড় তোমার জন্য

No comments:

Post a Comment