Tuesday, July 3, 2012

ব্যাক্তিগত

আমার কান্না তোমার কাছে ব্যাক্তিগত হয়ে গিয়েছিল পরশু দিনের ছুটিতে
এখন কাটঠোকরা ও জানে ব্যাক্তিগত সময়ে ঠুক ঠুক করা ভুল হতে পারে
শুধু জানালার ফাঁকে থেকে ব্যাক্তিগত ডাকে ডেকে চলে চড়ুই ছানা
শুধুই বিকেল বেলার আঁচ টুকু ব্যাক্তিগত থাকেনা কোন ভাবেই।

রোদ নিয়ে ছিনিমিনি খেলা বালিকার হাতের মুঠো দিয়ে চুইয়ে পড়ে খনিকের প্রেম
ব্যাক্তিগত সময় ব্যাক্তি অতিক্রম করে সময় শেষের আগেই
শুধু তোমার কাছে আমার কান্না নিতান্তই ব্যাক্তিগত হয়ে থেকে যায় চায়ের কাপে
টিস্যু প্যাপারের ভাঁজ থেকে দুটো টিস্যু ও ব্যাক্তিগত হয়ে যায় নিতান্ত অনিচ্ছায়।।

3 comments:

  1. ঈদুল আযহা ২০১৬, সব গুলো বাংলা HD নাটক দেখতে চ্যানেলটি ভিজিট করুন। এবং নতুন নতুন নাটক দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
    লিঙ্কঃ https://www.youtube.com/channel/UCiMID7WQFVqOjW7iBrZd-4Q

    ReplyDelete
  2. অনেক সুন্দর হয়েছে।

    ReplyDelete
  3. International Mother Language Day was introduce by the UNESCO in recognition of the sanctity and preservation of all vernaclur. Develop a fuller awareness of linguastic and cultural traditions throughout the word and to inspire international solidarity based on Understnginh, tolerance and dialogue. For more details

    ReplyDelete