খবরটা অতি সাম্প্রতিক
ঠিক যেন পুলিশের লাঠিপেটা কিনবা টিয়ার গ্যাসে জ্বলে যাওয়া
চোখের একফোটা জলের মতোই সাম্প্রতিক-
এইতো একটু আগেই সে তার মায়ের খাইয়ে দেয়া শেষ লোকমা ভাত
মুখে দিয়েই ছুটেছিলো কলেজে
সে কি ঘুর্ণাক্ষরেও টের পেয়েছিলো তার চলমান স্বপ্নগুলো হয়ে যাবে
অমোঘ অতীত???
সে কি বুঝেছিলো তার চলমান বয়স থেমে যাবে- সে হারিয়ে যাবে
নক্ষত্রের অতলে???
তার মা রাতে খাওয়ার জন্য রেঁধে ছিলো বোয়াল মাছের ঝোল
তার খাওয়া হয়নি-
শ্লোগানে মুখরিত আন্দোলিত জনতা ও জানতো না তার কথা
শুধু তাদের ছুঁড়ে মারা গ্রেণেড এসে পড়েছিলো তার সামনে....
সে মরে গেছে-তার লাশ নিয়ে চলছে শেয়াল শকুণের টানাটানি
শুধু আমি জানি সে তাদের কোন দলেই ছিলোনা
সে ছিলো কবিদের দলে
সে ছিলো চিত্রকরদের দলে
সে ছিলো স্বপ্নবাজদের দলে....
সে মরে গেছে- লাশ তার পড়ে আছে হাসপাতালের মর্গে
এখনো খবর পায়নি কেউ
আর কিছুকাল পড়ে এটা হবে আকাল অতীত
ভাই- খবরটা অতি সাম্প্রতিক...
No comments:
Post a Comment