নিজেকে আমার কবি মনে হয়নি কখনো
কবি হবার যোগ্যতা আমার ছিলোনা এখন ও নেই
আমি কবি হতে চাই ও না
আমি কিছু লিখতে পারি বলেও মনে হয়না
যা লিখি তা ও কোন জাতের হয়না
মনে হয় তোমরা যারা লিখছো
দুনিয়াটা তাদের জন্য
কবিতা শুধু মাত্র তাদের ই লেখা সাঁজে
আমি কোথাকার কোন অপদার্থ এসেছি
সাহিত্যের বিশাল এ শাখায় নিজেকে প্রমান করতে....
পারিনা-কিছুই পারিনা
মাঝে মাঝে বড় বড় কবিদের কবিতা পড়ে বড্ড হিংসে হয়
মনে হয় নিজেকে কেটে টুকরো টুকরো করে ফেলি
হাতের শিরা উপশিরায় লাফাতে থাকে অণ্গারিত বুদবুদ
বুকের ভেতর লাফাতে থাকে হিংসা
চোখ বেয়ে নেমে আসতে থাকে অন্গার
আমি পোড়াতে চাই সেই কবিতা অথবা কবিদের-
অতঃপর আমি নুয়ে পড়ি শ্রদ্বায়
নিজেকে আবার আমার খুব খুব ছোট মনে হয়
মনে হয় আমি নষ্ট হয়ে গেছি
কষ্ট হয়
বড্ড কষ্ট হয়
এই কষ্ট নষ্ট হবার কষ্ট
এই কষ্ট কিছু লিখতে না পারার কষ্ট......
No comments:
Post a Comment