Tuesday, November 30, 2010

স্মৃতিচারণা ও একটি ভুলে যাওয়া অধর

ধুলো পড়ে থাকে ফেলে আসা পথে
আমি চিনতে পারিনা ফেলে আসা পথ
আর ভুলে যাওয়া শপথ
আমি খুঁজি পথের ঠিকানা পায়ে লেগে থাকা ধুলোর মাঝে
আমি পারিনা চিনতে
শুধু মরিচিকার মতো ভেসে ওঠে একটি অধর
আমি মগ্ন হ্ই দুঃসহ স্মৃতিচারণে
মনে করতে পারিনা
মনে পড়েনা
আন্দোলিত হয় আমার মস্তিষ্কের নিউরণ
আমি পরাজিত হই স্মৃতির কাছে
কিন্তু আমি আবার অবচেতনে মনে করি
আবার খানিকটা মনে পড়ে ভুলে যাওয়া স্মৃতির কথা
আমি অবিচল-স্থবির পিড়ামিডের ক্ষয়িষ্নু চুড়ার মতো
চারপাশ খুঁজে ফিরি ফেলে আসা আতীত
বর্তমানগুলো যেখানে প্রতি মুহুর্তে বিলিন হয় অতীতে
আমি আবার হাড়িয়ে ফেলি
নিজের স্মৃতির মাঝে ফেলে আসা পথ
শুধু মনে পড়তে থাকে সেই ভুলে যাওয়া নিষ্প্রভ অধর...

No comments:

Post a Comment