Wednesday, December 1, 2010

একজন লুলু পাগলার অভিশাপ

ডিসেম্বর এলেই লুলু পাগলের পাগলামী মাথাচাড়া দিয়ে ওঠে
বিড়বিড় করে বলতে থাকে তার ফেলে আসা স্মৃতির কথা
আমি শুনে যাই
শুধুই শুনে যাই
নিজের মাঝে আনতে পারিনা লুলু পাগলদের কষ্ট
চিৎকার করে লুলু পাগল অভিশাপ দেয় সেই রাজাকার দের
যারা ওর মাকে মেরে ফেলেছিলো
আর ছুঁড়ে দেল অশ্রাব্য গালাগাল সেই ধনী রাজাকার দের
আমি আফসোস করি
শুধুই আফসোস করি
কেন যে লুলুপাগলার মতো হতে পারলাম না...
তাহলে অন্তত ঐ রাজাকার দের বিভৎস ভাবে গালাগাল দিতে পারতাম
নিজেকে বড্ড ছোট মনে হয় লুলুপাগলার কাছে
ছোট মনে হয় কারণ-ওদের যে এখনো বিচার হয়নি...........

No comments:

Post a Comment