আরেকটা দিন চলে গেল জীবন থেকে
আমি নির্বাক তীর্থের কাকের মতো
আমার চুলে পাক ধরে
দাঁত হয়ে ওঠে আরো নড়বড়ে
আমি তবু ও বসে বসে ভাবি
শুধুই ভেবে যাই
আমার ভাবনা শেষ হয়না
সামনে কবিতার খাতা খালি পড়ে থাকে
রাত এসে ফিরে যায় দিনের অতলে
ঝিঁ ঝিঁ পোকা ডেকে ডেকে হয় দুর্বল
আমি বসে থাকি
শুধুই বসে থাকি//////
No comments:
Post a Comment