Wednesday, December 8, 2010

পুরুষ আমি

হে পুরুষ- তোমার শ্রেষ্টত্ব কোথায়?
-আমি জয় করেছি আসমুদ্র হিমাচল
-আমি পদানত করেছি আকাশ পাতাল।
হে পুরুষ- তোমার শ্রেষ্টত্ব কোথায়?
-আমি হিমালয় কে পদানত করেছি
-চন্দ্র পৃষ্টে রেখেছি আমার পদচিহ্ণ।
হে পুরুষ- তোমার শ্রেষ্টত্ব কোথায়?
-আমি পদানত করেছি নারী জাতিকে-আমার আদেশের ভৃত্য করেছি তাদের-
আহা
ধন্য ধন্য হে পুরুষ
ধন্য এ সভ্যতা
নারীকে পদদলিত করে এনেছ সভ্যতার বারতা।
আর নারী-সেতো খেলার পুতুল
মার খায় এতটুকু হলেও ভুল
সে সারা দিন খেটে মরে
আমি ফিরে আসি যুদ্ধ শেষে-সে খায় আমার পরে
আমি তাকে করিনা ভয়
আমার অবাধ্য হলে তালাকেই কাজ হয়
আমি তাকে রাতে কাছে পাই
পুরুষ আমি বারেবার আমি তাকে বুঝিয়ে দেই।
আমি এই শিখেছি এসমাজ থেকে
আমি ও এই শিখাবো
আমার পায়ের নিচে আজীবন
নারীকে দলিত করেই যাব..


ঘৃণা সেই সব পুরুষকে যারা তাদের ঘরে নারীকে আজীবন বন্দী করে রাখে..

1 comment:

  1. ঘৃণা সেই সব পুরুষকে যারা তাদের ঘরে নারীকে আজীবন বন্দী করে রাখে..

    ReplyDelete