আজ আমি কোন কবিতা লিখতে আসিনি
আমি এসেছি এক বোকা মানুষের কথা বলতে
আমি এসেছি এক দেশপ্রেমী বোকা মানুষের কথা বলতে
যে মানুষটা তার তার জীবন বাজি রেখে লড়েছিলো যুদ্ধে
যে মানুষটা তার মায়ের কোল থেকে পালিয়ে এসেছিলো দেশকে ভালবেসে
যে মানুষটা তার বোনের মুখে হাসি দেখার জন্য যুদ্ধ করেছিলো
আমি তার কথা বলতে এসেছি
আমি তার যুদ্ধের কথা বলতে এসেছি
আমি তার করুন পরিণতির কথা বলতে এসেছি
রক্তলাল চোখ নিয়ে সে জেগে থাকে কোন এক বড়লোকের বাড়ি পাহাড়ায়
একদিন সে লাল চোখ নিয়ে পাহাড়া দিয়েছিলো তার সহযোদ্ধা শিবির
আজ ও তাকে পাহাড়া দিতে হয়
আজো তার ছেলেটা কোন চাকরি পায়না
দুবেলা দুমুঠো ভাত খেতে পায়না তার পরিবার
আজো সে হিমশিম খায় জীবন সামাল দিতে
একদিন যেমন হিমশিম খেয়েছিলো শত্রুদের সমাল দিতে
যে বড্ড বোকা
সে সমাজের ধূর্ত আর চতুর দের দলে পড়েনা
তাই সে বড় বোকা
দেশকে ভালবেসে সে কিছুই পায়নি
আমরা ও নির্লিপ্ত তার এই করুণ দশার সালতামামি দেখে
দীরর্ঘশ্বাস ফেলি কয়েকটা লাইন তার কথা পড়ে
আবার ভুলে যাই
আবার ভুলে ই যাব ভেবে
শুনে যাই তার মতো বোকা মানুষদের জন্য লেখা গুটিকয়েক কবিতা...
No comments:
Post a Comment