Monday, December 13, 2010

শীত

হে সূর্য তুমি কি আরেকটু সময় থাকতে পারোনা?
কি ঠান্ডা চারপাশে
একটা মোটা কাপড় নেই এই ঠান্ডা সামাল দেবার মতো
খুব কষ্ট হবে
একমাত্র তুমিই ভরষা
আজ একটু বেশিক্ষণ থাকো
আজ না হয় দিলে আরেকটু তাপ...
সারাদিন সারাবেলা তুমি ছিলে পানসে
পড়ন্ত বেলায় নেই সেই আগের উত্তাপ
এ কোন ছলনা তোমার?
একটা বার জ্বলে ওঠো
আরেকটিবার দয়া করো-

জানো ওরা আমাদের দেখেও দেখেনা
সারা রাত গরম ঘরে থাকে মোটা কম্বলের তলায়
আমরা শীতে মরি
তুমি তো ওদের মতো নও
হে সূর্য একবার দয়া করো
কাল হয়তো আসবে ত্রাণ
তার আগে আমাকে বাঁচাও কনকনে শীতের হাত থেকে
আরেকটু সময় কি তুমি থাকতে পারোনা?????

No comments:

Post a Comment