Thursday, December 16, 2010

একদিন আমি হয়তো মরে যাব

একদিন আমি হয়তো মরে যাব
আমার পায়ের ছাপে পিষ্ট হবেনা ধরণী
আমার শ্বাসে বিষাক্ত হবেনা বায়ুমন্ডল
আমাকে কেউ মনে রাখবেনা
আমার ইচ্ছেগুলো ও মরে যাবে আমার মত
আমি শুধু বেঁচে থাকবো এপিটাফে
আমার কবিতার খাতা ভরে উঠবেনা নির্বাক আঁকাআঁকিতে
আমি ছুঁতে পারবোনা আমার হারমোনিকা
কি কষ্ট
আমি এই মহাবিশ্বের অতিক্ষুদ্র তম অংশ হবার ও যোগ্যতা রাখবোনা
কি বিষ্ময়
আমি ভাবলেই গায়ের লোম দাঁড়িয়ে যায় আনমনে
আমি চিন্তা ও করতে পারিনা সেই সময়ের কথা
আমার সমস্থ চিন্তা-ভাবনা, আশা-হতাশা কে নির্বাক করে দিয়ে
আমার দেহ ছেড়ে বেড়িয়ে যাবে প্রাণ বায়ু
হয়তো- আজ
হয়তো বা কবিতা টা লেখার মিনিট দশেক পরেই
হয়তো বা আগামীকাল
কেউ হয়তো একটা দীর্ঘশ্বাস ফেলবে
তারপর ভুলে যাবে
আমি হয়ে যাবো ইতিহাসের অংশ
আমি হয়ে যাবো ছবি
আমি হয়ে যাবো পুরোনো এপিটাফ........
কিন্তু আমি চাই
আমি তখন বাতাস হবো
আমি তখন ঝড়ের রুপে ফিরে আসবো
আমি তখন বৃষ্টি হয়ে ভিজিয়ে দিব তোমাদের এই শহরটাকে
আমি ভালবাসবো সেই আগের মতো
আমি পুনঃজন্ম চাই
আমি জাতিস্মর হতে চাই
আমি অমরত্ব চাই- আমি বলবোনা
আমি শুধু ভালবাসতে চাই
শুধু ভালবেসে যেতে চাই
আর বেঁচে থাকতে চাই তোমাদের মাঝে......

No comments:

Post a Comment