কাটিয়ে দিলাম পঁচিশটা বসন্ত
একই সাথে চলে গেল পঁচিশটা শীত এবং গ্রীষ্ম ও
শীতেরা কাথা মুড়ি দিয়ে পড়ে থাকে আমার শৈত স্মৃতিতে
গ্রীষ্মেরা তপ্ত-জীবনে অভাবের লেলিহান শিখার মতো
বসন্ত গুলোকে তাই আলাদা ভাবে বুঝতে পারিনি
তার আগেই শেষ হয়ে গেছে ওরা
স্মৃতিতে ও নেই তেমন একটা
দুর্বল আমি-মনে করতে গিয়ে আষ্ট্রেপৃষ্টে জড়িয়ে ফেলি হেমন্তের নবান্নকে
খুঁজে খুঁজে লিখতে শুরু করি পঁচিশ বছরের সালতামামি
লিখতে থাকি কোটাবদ্ধ দুঃখ-কষ্ট গুলোকে
আমি মনে করতে পারিনা সেই হারিয়ে ফেলা শুভাকাঙ্খিদের মুখ
আবছা হয়ে ওঠে আমার মনোনিবেশ
হয়তো জন্মের শুরু থেকে মনে পড়েনা
হয়তো পড়বেও না
বুদ্ধিমান আমি
ভুলে যেতে চাই জীবনের দুঃখ কষ্ট গুলোকে
তখনই খেই হারিয়ে ফেলি কালবৈশাখির মাঝে
আমি নিরুপায়-
আনন্দ গুলোকে খুঁজতে গিয়ে
আমার ঠগ বাছতে গাঁ উজোর হয়
আমি তখন দুঃখ গুলোকে লাল টুকটুকে বেনারসী শাড়িতে
সাঁজাই পুতুলের মতো
কষ্ট গুলো তখন মনমরা
আমি ওদের ও নিরাশ করিনা
সাজিয়ে তুলি নীল ধবধবে সত্ত্বায়
তারপর সুখ খুঁজতে গিয়ে
মনে পড়ে- আমার দুঃখ গুলোই ভালো ছিলো
আমার কষ্টগুলোর মাঝেই
আমার আপন সত্ত্বা
আমি কাটিয়ে দেব জানি আরো কটা বছর
তখন না হয় সুখগুলোকে মনের মতো সাঁজাবো
এখন আমার দুঃখ গুলোই সাথে থাকুক......
একই সাথে চলে গেল পঁচিশটা শীত এবং গ্রীষ্ম ও
শীতেরা কাথা মুড়ি দিয়ে পড়ে থাকে আমার শৈত স্মৃতিতে
গ্রীষ্মেরা তপ্ত-জীবনে অভাবের লেলিহান শিখার মতো
বসন্ত গুলোকে তাই আলাদা ভাবে বুঝতে পারিনি
তার আগেই শেষ হয়ে গেছে ওরা
স্মৃতিতে ও নেই তেমন একটা
দুর্বল আমি-মনে করতে গিয়ে আষ্ট্রেপৃষ্টে জড়িয়ে ফেলি হেমন্তের নবান্নকে
খুঁজে খুঁজে লিখতে শুরু করি পঁচিশ বছরের সালতামামি
লিখতে থাকি কোটাবদ্ধ দুঃখ-কষ্ট গুলোকে
আমি মনে করতে পারিনা সেই হারিয়ে ফেলা শুভাকাঙ্খিদের মুখ
আবছা হয়ে ওঠে আমার মনোনিবেশ
হয়তো জন্মের শুরু থেকে মনে পড়েনা
হয়তো পড়বেও না
বুদ্ধিমান আমি
ভুলে যেতে চাই জীবনের দুঃখ কষ্ট গুলোকে
তখনই খেই হারিয়ে ফেলি কালবৈশাখির মাঝে
আমি নিরুপায়-
আনন্দ গুলোকে খুঁজতে গিয়ে
আমার ঠগ বাছতে গাঁ উজোর হয়
আমি তখন দুঃখ গুলোকে লাল টুকটুকে বেনারসী শাড়িতে
সাঁজাই পুতুলের মতো
কষ্ট গুলো তখন মনমরা
আমি ওদের ও নিরাশ করিনা
সাজিয়ে তুলি নীল ধবধবে সত্ত্বায়
তারপর সুখ খুঁজতে গিয়ে
মনে পড়ে- আমার দুঃখ গুলোই ভালো ছিলো
আমার কষ্টগুলোর মাঝেই
আমার আপন সত্ত্বা
আমি কাটিয়ে দেব জানি আরো কটা বছর
তখন না হয় সুখগুলোকে মনের মতো সাঁজাবো
এখন আমার দুঃখ গুলোই সাথে থাকুক......
No comments:
Post a Comment