Thursday, January 6, 2011

আর কতো দিন

কতো দিন?
আর কতো দিন লুকিয়ে থাকবে তুমি?
আর কতো দিন তোমার অক্ষর আমাদের চর্মচক্ষে
ঘুরপাক খাবে-তোমার অভাবে?
আর কতো রাত তোমার জন্য
শুকতারাটা একাকী বসে বসে
একলা জোছনা দেখবে?
আর কতো বেলা তোমার জন্য
ঝড়ে ঝড়ে পড়বে আকাশ ফেটে বৃষ্টি?
আমি জানিনা
হয়তো জানোনা তুমিও
তবু ও তুমি এসো
এসো আমাদের জাগাতে
তোমার গদ্যে-পদ্যে
তুমি এসো
তুমি এসো আবার আলোর মিছিলে
আর কতো দিন তুমি লুকিয়ে থাকবে অমানিশায়?
জানিনা
তবুও তিতিরের মতো
নির্ভিক আকাশের মতো
পথহারা বেহুলার মতো
অজড় পাথর অহল্যার মতো
অপেক্ষা করবো আমি ও আমরা
তুমি আসবে
আমরা ফুল দিয়ে
ভালবাসা দিয়ে বরণ করে নেবো তোমায়....

No comments:

Post a Comment