পৃথিবী যেমন আছে- তেমনই থাকবে জানি
গরীবেরা মরবে না খেয়ে
দিনে এনে দিনে খাওয়া ওরা
দিনমজুর অথবা রিকসাওয়ালা হয়ে
থেকে যাবে-মরে যাবে
হারিয়ে যাবে পিঁপড়ার মতো
ইতিহাসের পাতা থেকে।।
বড়লোক আছে যারা
তাদের কথা বলা বাহুল্য
যেমন ছিলো তারা
তারচেয়ে ও ভালো হবে তাদের অবস্থা
বাসস্থান আট চাকর বাকরে ভর্তি হবে ওরা
দ্বিগুন- তিনগুন
ফুলে ফেঁপে ওরা সমাজস্বিকৃত হয়ে
জমা করবে গরীবেরটাকায় শতসহস্র বুনিয়াদ
জীবনের কাছে ওরা হবেনা মাথানত।।
মধ্যবিত্তেরা-থেকে যাবে মাঝপথেই
সাহস হবেনা বড়লোক হবার
ভিক্ষা ও করতে পারবেনা রাস্তায় রাস্তায়
কেটে যাবে জীবন বড়লোক বাড়িওয়ালাদের পা চেটে
একদিন নিশ্চিহ্ন হবে তারা ও-
বদলাবে দিন-রাতের পর ভোর হবে
নতুনের পর নতুন দিন আসবে
চলে যাবে এ কবিতা পড়ার সময়টুকুও
কিন্তু শ্রেণী বিভাগ শেষ হবেনা
গরীব চিরকাল গরীবই থাকবে
ওদের অবস্থার উন্নতি কোনদিনই হবেনা....
গরীবেরা মরবে না খেয়ে
দিনে এনে দিনে খাওয়া ওরা
দিনমজুর অথবা রিকসাওয়ালা হয়ে
থেকে যাবে-মরে যাবে
হারিয়ে যাবে পিঁপড়ার মতো
ইতিহাসের পাতা থেকে।।
বড়লোক আছে যারা
তাদের কথা বলা বাহুল্য
যেমন ছিলো তারা
তারচেয়ে ও ভালো হবে তাদের অবস্থা
বাসস্থান আট চাকর বাকরে ভর্তি হবে ওরা
দ্বিগুন- তিনগুন
ফুলে ফেঁপে ওরা সমাজস্বিকৃত হয়ে
জমা করবে গরীবেরটাকায় শতসহস্র বুনিয়াদ
জীবনের কাছে ওরা হবেনা মাথানত।।
মধ্যবিত্তেরা-থেকে যাবে মাঝপথেই
সাহস হবেনা বড়লোক হবার
ভিক্ষা ও করতে পারবেনা রাস্তায় রাস্তায়
কেটে যাবে জীবন বড়লোক বাড়িওয়ালাদের পা চেটে
একদিন নিশ্চিহ্ন হবে তারা ও-
বদলাবে দিন-রাতের পর ভোর হবে
নতুনের পর নতুন দিন আসবে
চলে যাবে এ কবিতা পড়ার সময়টুকুও
কিন্তু শ্রেণী বিভাগ শেষ হবেনা
গরীব চিরকাল গরীবই থাকবে
ওদের অবস্থার উন্নতি কোনদিনই হবেনা....
No comments:
Post a Comment