আবার আমি বসে গেলাম বছরের
শেষ কবিতা লিখতে
জানি আজ রাতের শেষে আমি
হয়ে যাব নতুন বছরের পথিক
আমি শীতে কাঁপি থরথর
টেবিলে অসহায় কালি ও কলম
এবং আমি ও
নির্দিধায় আটকে যাই বছরের ঘুর্নিপাজরে
কান্না আমার আটকে রাখতে পারিনা
রোমন্থনে রোমন্থনে আমি গুমড়ে মরি
হাতরাই সোনালী রুপালী দিন গুলো মুর্হুমুহু
আমি ঝাপসা দেখি
ঝাপসায় দেখি সেই সুন্দর আনন্দ বেদনা গুলো
চারদিকে কালো সময়ের ধোঁয়া
আমার সুন্দর দিন গুলোকে ধোঁয়াটে করে দেয়
আমি জানি আর কখনোই ফিরে পাবোনা
সেই সব দিন
সেই সোনালী ও রুপালী দিন গুলো
আমি শেষ কবিতা লিখতে গিয়ে তাই
তালগোল পাকিয়ে ফেলি....
শেষ কবিতা লিখতে
জানি আজ রাতের শেষে আমি
হয়ে যাব নতুন বছরের পথিক
আমি শীতে কাঁপি থরথর
টেবিলে অসহায় কালি ও কলম
এবং আমি ও
নির্দিধায় আটকে যাই বছরের ঘুর্নিপাজরে
কান্না আমার আটকে রাখতে পারিনা
রোমন্থনে রোমন্থনে আমি গুমড়ে মরি
হাতরাই সোনালী রুপালী দিন গুলো মুর্হুমুহু
আমি ঝাপসা দেখি
ঝাপসায় দেখি সেই সুন্দর আনন্দ বেদনা গুলো
চারদিকে কালো সময়ের ধোঁয়া
আমার সুন্দর দিন গুলোকে ধোঁয়াটে করে দেয়
আমি জানি আর কখনোই ফিরে পাবোনা
সেই সব দিন
সেই সোনালী ও রুপালী দিন গুলো
আমি শেষ কবিতা লিখতে গিয়ে তাই
তালগোল পাকিয়ে ফেলি....
No comments:
Post a Comment