মৃত্যুই সব কিছুর শেষ সমাধান নয়
যেমন সব কিছু ছেড়ে চলে যাওয়া যায়না-কিনবা যায়না
পালিয়ে যাওয়া জীবন থেকে
তেমন ভাবেই কি মেনে মেওয়া উচিত নয় সত্যকে
সুন্দর কে?
তুমি পৃথিবীতে আসার সময় কিছুই নিয়ে আসোনি
যাওয়ার সময় ও কিছু নিয়ে যেতে পারবেনা জানি
যা নিয়েছো সব ই এখান থেকে নিয়েছো
যা দিয়েছো সবই এখানেই দিয়েছো
আজ তোমার যা আছে
গতকাল তা অন্য কারো ছিলো
কাল আবার তা অন্য কারো হবে
তাই তোমার নিজের বলতে আসলে কিছুই নেই
শুধু তুমি ই তা ব্যাবহার করতে পারো
যতক্ষণ বেঁচে আছো
তাই আর কেঁদোনা
ওঠো-যুদ্ধ করো
তোমাকে যারা লালন পালন করেছে
তোমাকে যারা ভালবেসেছে জীবনের চাইতে ও বেশী
তাদের জন্য হলেও বেঁচে থাকো
জীবন যুদ্ধে জয়ী হও.......{শ্রীমদভগবৎগীতা}
আমার কিছুই বলার নেই///////আমি গীতার এই বাণীটা খুবই মানতে চেষ্টা করি-কারণ যতক্ষণ শ্বাস-ততক্ষণ আশ...
No comments:
Post a Comment