কাঁপে শুধু কাঁপে
বুঁকে বেধে যায় কফ-
কাঁশে- কেউ তাও পারেনা
ঘুম সেও আসেনা ঠান্ডার জ্বালায়
শুধু দরকার ছিলো একটা কাপড়
ছিড়ে গেছে বছর ঘুরতে
কেউ দেয়না-
যারা ওকে বুকে জড়িয়ে-লোভ দেখিয়ে
কেড়ে নেয় ভোট...
তারা ও না
দিতে আসে হয়তো-
কিন্তু ওর ভোট ওদের পেটে গেলেও
হাত দুটো ওর কাছে আসার আগেই
সাহায্য পালায় লোভের ত্রাসে
সাহায্য সেও যেন ওদের পাত্রে
নিজের অস্তিত্ব খোঁজে
নিজেদের চমৎকার মুখটা তুলে ধরে
ক্যামেরার ফ্লাশে
পেতে শত বাহবা-
সে ঠান্ডায় মরে
সে শীতে মরে
তাতে তাদের কিবা যায় আসে?
ঠান্ডায় তার ঘুম আসেনা
আসেনা নিষ্ঠুর মরণ ও
শুধু অপেক্ষায় থাকে
কখন আসবে সুর্য আবার
দিবে আলো তাকে
বেঁচে থাকবার.......
বুঁকে বেধে যায় কফ-
কাঁশে- কেউ তাও পারেনা
ঘুম সেও আসেনা ঠান্ডার জ্বালায়
শুধু দরকার ছিলো একটা কাপড়
ছিড়ে গেছে বছর ঘুরতে
কেউ দেয়না-
যারা ওকে বুকে জড়িয়ে-লোভ দেখিয়ে
কেড়ে নেয় ভোট...
তারা ও না
দিতে আসে হয়তো-
কিন্তু ওর ভোট ওদের পেটে গেলেও
হাত দুটো ওর কাছে আসার আগেই
সাহায্য পালায় লোভের ত্রাসে
সাহায্য সেও যেন ওদের পাত্রে
নিজের অস্তিত্ব খোঁজে
নিজেদের চমৎকার মুখটা তুলে ধরে
ক্যামেরার ফ্লাশে
পেতে শত বাহবা-
সে ঠান্ডায় মরে
সে শীতে মরে
তাতে তাদের কিবা যায় আসে?
ঠান্ডায় তার ঘুম আসেনা
আসেনা নিষ্ঠুর মরণ ও
শুধু অপেক্ষায় থাকে
কখন আসবে সুর্য আবার
দিবে আলো তাকে
বেঁচে থাকবার.......
No comments:
Post a Comment