কত আশা-কত কান্না তোমার জন্য ঝড়লে
জানো তৈরি হবে একটা সিড়ি?
আমি তোমাকে ফিরি আনবো বাবা ঐ স্বর্গ থেকে
আমি চাইলে তুমি আসবে না?
জানিনা আসবে কিনা-
ঐ স্বর্গ কি আমার বাবা ডাকের চেয়ে ও প্রিয়?
আমার খুব কষ্ট হয় -যখন তোমার মুখে আমার ডাক
শুনতে আমি বসে বসে অপেক্ষা করলেও তুমি ডাকোনা আমাকে
খুব কষ্ট হয় বাবা ইদানিন
তোমাকে হারিয়েছি খুব অল্প সময়ে তাই বলে নয়
কষ্ট হয় যখন দেখি-আমি দিব্যি আছি তোমাকে ছাড়া
যেখানে তোমার সাথে খুনসুটি না করলে আমার দিন কাটতো না
সেখানে কিভাবে আমি তোমাকে ছাড়া বেঁচে আছি এতগুলো দিন?
বাবা-এটা কি স্বার্থপরতা?
আমার ছেলে ও কি আমার মতোই স্বার্থপর হবে????
No comments:
Post a Comment