Tuesday, January 18, 2011

আদ্রক্ষ নিণাদ

তুমি বলেছিলে ঋষি হতে
আমি হতে চেয়েছিলাম
বসে থেকেছি পর্বতের অজড় গুহায়
বসে থেকেছি আমি শীতল লোহিত জলে
কতো রাত কতো দিন আমি জপেছি তোমার নাম
তবু পারিনি কামহীন ঋষি হতে
কামনা আমাকে পরাস্থ করেছে অবনমনে..

তুমি বলেছিলে মানুষ হতে
আমি হতে চেয়েছিলাম
মানুষের মতো আমি ঘর বেঁধেছিলাম মাটিতে
মানুষের মতোই কেঁদেছি-হেসেছি
শত্রু এলে যুদ্ধ করেছি
স্বপ্ন দেখে চিৎকার করেছি
তবু আমি মানুষ হতে পারিনি
পরাস্থ হয়েছি হিংসার কাছে
পরাস্থ হয়েছি ক্রোধের কাছে...

তুমি বলেছিলে দেবতা হতে
আমি তাও হতে চেয়েছিলাম
দেবতাদের মতো আমি ও পেয়েছিলাম দৈবঅস্ত্র
যুদ্ধ করেছিলাম -হেরেগিয়ে আমি ও কেঁদেছিলাম
কিন্তু আমি পারিনি দেবতা হতে
নিজের দম্ভে আমি পদানত হয়েছিলাম...

তুমি বলেছিলে অসুর হতে
আমি তাও হতে পারিনি
কামনা-বাসনার সাথে যুক্ত হয়েছে লোভ
আমি পরাস্থ হয়েছি তাদের সাথে যুদ্ধ করে
আমি অবশেষে অসুর ও হতে পারিনি..

সব শেষে মনে হোল আমি তো মানুষ হয়েই ভালছিলাম
কেন আমি মানুষ হতে পারিনি?
আমার আজন্ম হবার লোভ ছিলো বলে?
আমার অমর হবার আশা ছিলো বলে?
জরা-ব্যাধি আমাকে দখল করেছিলো বলে?
কিন্তু আমি তো দেবতা হয়ে মানুষের পুজা পাইনি
আমি ঋষি হয়ে দেবতার বর ও পাইনি
শুধু নিণাদ করেছি
নিণাদ করেছি আদ্রক্ষ হয়ে
আমার সে নিনাদ মানুষ ছাড়া কেউ শোনেনি..

No comments:

Post a Comment