Monday, January 17, 2011
তুমি মরে যেওনা ক্লিওপেট্রা..
মৃত্যু তোমার জন্য নয়
তুমি মরতে পারোনা
ক্লিওপেট্রা
আমি তোমাকে দেখবো সেই নতুন ভোরে
বিষাক্ত সব বিষ আনাড়ি করে
হারিয়ে দেবে জীবনকে-
তবু তুমি মরতে পারোনা
ক্লিওপেট্রা
তুমি হেঁটে যাও আবার এ পথ দিয়ে
বেগুনী পাল তুলে
সোনার নৌকায়
রুপার বৈঠা বেয়ে
প্রেমের দেবী তুমি
মরে যেওনা বিষের ছোবলে
রুপের প্রতীমা তুমি যেওনা ঝরে
আমি অপেক্ষা করবো এন্টোনিও র মতো
সোনালী ভোরে
তুমি মরে যেওনা ক্লিওপেট্রা..
যেখানে নেই কো বিভেদ
যেথা নেই যুদ্ধ
আমি সেখানে নিয়ে তোমাকে হব আবদ্ধ
তুমি হারিয়ে যেওনা তবু
সময়ের অতলে
তুমি আমার ক্লিওপেট্রা
তোমার পদতলে দিবো আরাধ্য ফুল
আমি মুছে দেবো লান্ছনা
ভুলে লেখা ভুল
তুমি উড়িয়ে আঁচল
নেচে যেও সুখে
তবু বিষের পেয়ালা হাতে নিওনা তুমি.....
তুমি মরে যেওনা ক্লিওপেট্রা..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment