Saturday, January 22, 2011

ক্ষুধার্ত

হে ঈশ্বর তুমি আমার পেটে কিছু তুলা ভরে দাও
তাহলে আমার আর ক্ষিধে পাবেনা
কিছু খেতে ও হবে না
পানি খেয়ে খেয়ে আর কত দিন থাকা যায় বলো?

- নাহ তা করবে কেন?
এটা করলে তো তোমার কোটি কোটি সৃষ্টির পেটে
তুলো ভরে দিতে হবে
তোমাকে আর ঐ বুভুক্ষু মানুষ গুলো আর ডাকবে না
ঐ ক্ষুতপিরীত মানুষ গুলোর কাছ থেকে
প্রার্থনা না শুনলে তোমার তৃষ্ণা মিটবে না

থাকো তুমি তোমার মতো
সব ক্ষুধার্ত মানুষ গুলোর কাছ থেকে
নিজের স্তুতি শুনে
শান্তিতেই দিনাতিপাত করো
আমি তোমাকে আর বিরক্ত করবোনা
শুধু আমার পেটে খানিকটা তুলো ভরে দাও
আমার আর সহ্য হচ্ছেনা
কিছু তুলো ভরে দাও ঈশ্বর
আর যেন ক্ষিধে পেটে আমাকে আর
কবিতা লিখতে না হয়........

                                       rajib chowdhury
                                                       2006

        

No comments:

Post a Comment