Saturday, February 12, 2011

ভালবাসা দিবসের বিকেলে

খুব কষ্ট হচ্ছে ভালবাসা দিবসের বিকেলে
চেয়েছিলাম একটু ভালবাসতে---দিলেনা
আমি তো চাইনি কিছুই- শুধু তোমার কল্পিত
আঁচলের তলায় মাথা গুঁজে গাইতাম রুপকথার গল্প
আমি তো তোমাকে ভালবাসতে বলিনি
বলিনি তোমাকে আমি ভালবাসবো আকাশের মতো উচ্চতায়
বলিনি তোমাকে এনে দেব শেষ এন্ড্রোমিডার অভিশপ্ত ফুল
বলিনি আমার দুহাত ধরে আধুনিক যুগলের মতো হাটতে
বলিনি ভালবেসে লিখতে নিজের শরীরে আমার ক্ষতযুক্ত নাম
শুধু চেয়েছিলাম আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখবো নির্ধিধায়
আমি আকাশে বাতাশে গন্ধ পাব শুধু তোমার ভিজে চুলের
তোমার ফেলে আসা খাবারের উচ্ছিষ্ট আমি নিরবে পান করে
ভিজিয়ে নেব আমার তৃষ্ণার্ত মন
আমি শুধু রুপকথায় তোমাকে চেয়েছিলাম
চেয়েছিলাম তোমার হাতের অদৃশ্য স্পর্শে জেগে উঠবে
আমার পাঁজরের প্রতিটি লোমকুপ
আমি তোমাকে আমার নিজের মতো ভালবাসতে চেয়েছি
চেয়েছি তুমি থাকবে আমার অন্তনীল কারাগারে
বুকে ছুঁড়ি বসিয়ে দিলে ও হারিয়ে যাবেনা তোমার নাম
তাই ভালবাসা দিবস নামে হৃদয়হীন পোষাকী মানুষদের
এক লোকদেখানো দিনে আমি তোমাকে দিয়েছিলাম
একশো আটটি শ্বেত পদ্ম
তুমি দেখলেনা
দেখলে শুধু অনেক দামী কিছু উপহার হাতে সেই যুবককে
যে তোমাকে হয়তো আগামী ভালবাসা দিবসেই ছেড়ে চলে যাবে
আমি তোমার চোখের কোন রেটিনাতেই প্রকাশিত হতে পারলাম না..

No comments:

Post a Comment