Sunday, February 13, 2011

ফাগুনের শেষ রাত্রে

ফাগুনের শেষ রাত্রে
সবাই হলুদ ছিলো
সবার মনে রংবেরণ্গে
আনন্দে তাই ভেসেছিলো
শুধু আমিই ছিলাম কালো

প্রাণভরে সব হেসেছিলো
তাক ধিনা ধিন নেচেছিলো-
ডেকেছিলো কেকা
শুধু আমিই ছিলাম একা

মহাকাল লিখেছিলো-এ ঘটনা
লেখা আছে সব রটনা
শুধু সময় টুকু ফাঁকা..
ফাগুনের রাতে যে আজ
আমি বড্ড একা

যে কোকিল ডেকেছিলো
কে জানি কে শুনেছিলো
হলুদ ফুলে রান্গা
ফাগুন আমায় কেন কাঁদালো
কেন আমায় জল ঝরালো
কেন হৃদয় ফাঁকা???

No comments:

Post a Comment