Sunday, February 13, 2011

দুঃখ দিলে?

আমাকে এমন দিনে
কেন তুমি দুঃখ দিলে?
সবাই যখন ভালবাসে-
ফুল ফুটিয়ে কাছে আসে
তখন আমার ছন্দপতন
তখন আমি একলা একা
নীল আকাশের তারার খোঁজে
কেন তুমি এমন দিনে
আমায় ফেলে চলে গেলে?

আমাকে এমনদিনে
কেন তুমি দুঃখ দিলে?

কান্না আমার লুকিয়ে থাকে
দীর্ঘস্বাসের পলে পলে
আমার হৃদয় চাইছে পাশে
তোমার ছোঁয়া অন্তরালে
অমোঘ এ টান ছিন্ন করে
কেন তুমি কষ্ট দিলে
ঐ সাগরের দিগন্তে আজ
তোমায় খুঁজি চাঁদ পেরোলে

কেন তুমি এমন দিনে
আমায় ছেড়ে চলে গেলে?

No comments:

Post a Comment