সেদিন আমার দ্বিজ হবার পর
পুস্তক আমাকে বলছিলো পৃথিবীর ইতিহাস
পড়ছিলাম আমি
আর বিষ্মিত হচ্ছিলাম
ভয়ে শিউরে উঠছিলাম
ঘৃণায় আমার মুখের লালা গুলো বেরিয়ে আসছিলো
থুতুর মতো
পৃথিবীকে বারেবার এসেছে সুসভ্য জাতী
লিখেছে নিজেদের মতো ইতিহাস
নদী তীরে গড়েছে সভ্যতা
বানিয়েছে সুরম্য অট্টালিকা
বানিয়েছে নগর বন্দর
একে অপরের সাথে জড়িয়ে পড়েছে ক্ষমতার দন্দ্বে
তারপর নিজেদের মাঝে মারামারি করেছে
এর সুযোগে জড়িয়ে পড়েছে অন্য জাতীর সাথেও
তারপর নিশ্চিহ্ন হয়েছে অপেক্ষাকৃত বর্বরজাতী কতৃক
তারপর ধুয়ে মুছে সাফ হয়েছে ইতিহাস
যে ইতিহাস কেবলই যুদ্ধের
যে ইতিহাস কেবলই ধ্বংসের
যে ইতিহাস কেবলই যৌনতার
যে ইতিহাস কেবলই হত্যার
ইতিহাসের বলয় থেকে বের হতে পারেনি কোন হেডিস
বা যুধিষ্টির
বা নেপোলিয়ান
বা সিরাজউদ্দৌলা
বা শেখমুজিব
ক্ষমতার দন্দ্বে সবাই - হত্যাকারী বা নিহত
ইতিহাস দেখে আমি বোধ করি
পিপড়ে হয়ে জন্মালেই বোধহয় ভাল হত
অন্তত সৃষ্টির সেরা ঘোষনাকারী আশরাফুল মাখলুকাত মানুষের
বিকৃত ধ্বংসের ইতিহাস
আমাকে পুস্তক থেকে জানতে হতনা।।
পুস্তক আমাকে বলছিলো পৃথিবীর ইতিহাস
পড়ছিলাম আমি
আর বিষ্মিত হচ্ছিলাম
ভয়ে শিউরে উঠছিলাম
ঘৃণায় আমার মুখের লালা গুলো বেরিয়ে আসছিলো
থুতুর মতো
পৃথিবীকে বারেবার এসেছে সুসভ্য জাতী
লিখেছে নিজেদের মতো ইতিহাস
নদী তীরে গড়েছে সভ্যতা
বানিয়েছে সুরম্য অট্টালিকা
বানিয়েছে নগর বন্দর
একে অপরের সাথে জড়িয়ে পড়েছে ক্ষমতার দন্দ্বে
তারপর নিজেদের মাঝে মারামারি করেছে
এর সুযোগে জড়িয়ে পড়েছে অন্য জাতীর সাথেও
তারপর নিশ্চিহ্ন হয়েছে অপেক্ষাকৃত বর্বরজাতী কতৃক
তারপর ধুয়ে মুছে সাফ হয়েছে ইতিহাস
যে ইতিহাস কেবলই যুদ্ধের
যে ইতিহাস কেবলই ধ্বংসের
যে ইতিহাস কেবলই যৌনতার
যে ইতিহাস কেবলই হত্যার
ইতিহাসের বলয় থেকে বের হতে পারেনি কোন হেডিস
বা যুধিষ্টির
বা নেপোলিয়ান
বা সিরাজউদ্দৌলা
বা শেখমুজিব
ক্ষমতার দন্দ্বে সবাই - হত্যাকারী বা নিহত
ইতিহাস দেখে আমি বোধ করি
পিপড়ে হয়ে জন্মালেই বোধহয় ভাল হত
অন্তত সৃষ্টির সেরা ঘোষনাকারী আশরাফুল মাখলুকাত মানুষের
বিকৃত ধ্বংসের ইতিহাস
আমাকে পুস্তক থেকে জানতে হতনা।।
No comments:
Post a Comment