Wednesday, March 9, 2011

হিসাব নিকাশ

কি? খাচ্ছো?
খাও-ইচ্ছে মত খাও
খেয়ে খেয়ে পেটটাকে ফুলিয়ে ঢোল করো
আমি ডুগডুগি বাজাবো-আমি ডম্বরু বাজাবো
আমার দেহের সমস্থ শক্তি তোমাদের চামড়ার উপর টেনে এনে
আমি ধপাস ধপাস ঢোল বাজাবো
আমাকে বিশ্বাস করো
আমাকে বিশ্বাস করো
আমি মিথ্যা বলিনা
আমি সত্যবাদি
আমি কখনোই মিথ্যা বলিনা
তুমি আজ খেয়ে যাও-
সমাজের সব তরূন যুবাদের মাথা খেয়ে যাও
সমাজের সমস্থ নারীদের উলন্গ শরীর খেয়ে যাও
শীর্ণকায় শিশুটার জমানো টাকা খেয়ে যাও
ভিখারীর থালা থেকে টাকা মেরে খেয়ে যাও
আমি তোমাদেকে কিছুই বলবোনা
আমি নির্বাক চেয়ে চেয়ে দেখবো কিভাবে তোমার দেহের ভেতর
জাল বিস্তার করবে আমার ঘৃণা
আমি চেয়ে চেয়ে দেখবো কিভাবে
তোমাদের চুলে নখে ঠোটে লেগে থাকবে আমার অভিশাপ
তোমাদের হৃদপিন্ডে র অলিন্দ-নিলয়ে জমে উঠবে জাহান্নামের চর্বি
তোমাদের মস্তিষ্কের কোষে কোষে
ছড়িয়ে পড়বে বিষাক্ত ক্যান্সার
আমি চেয়ে চেয়ে দেখবো
আমি শুধুই চেয়ে চেয়ে দেখবো
আমি সেই দিন পর্যন্ত চেয়ে চেয়ে দেখবো
যেদিন তোমার ক্ষুধা শেষ হয়ে যাবে
যেদিন তুমি কেঁপে উঠবে বদ হজমের ঠেলায়
সেদিন আমি তোমার পেটে পিঠে আঘাত করবো আমার ঘৃণা দিয়ে
সেদিন তুমি পার পাবেনা
সেদিন তোমাদেরকে কেউ বাঁচাতে পারবেনা
সেদিন আমি তোমাদেরকে কিছুতেই ছেড়ে দেবনা জনগনের হাতে
আমি নিজেই তোমাদেরকে হত্যা করবো
আমি নিজেই তোমাদেরকে ধ্বংস করবো
তার আগে কড়ায় গন্ডায় চুকিয়ে নেব আমার হিসাব...

খাচ্ছো?
খাও প্রাণ ভরে খাও
আমি তোমাকে হিসাবের আগ পর্যন্ত বাঁধা দিবোনা
কারণ আমি ভিক্ষের টাকা হারানো সেই পন্গু ভিখারীর কান্না দেখেছি
আমি দুবেলা আধপেটা খাওয়া শ্রমিকের ঘাম দেখেছি
আমি দেখছি সেই বেশ্যা মেয়েটা তোমাদেরই কাছেই বিসর্জন দিয়েছিলো
তার প্রথম সতীত্ব
আমি দেখেছি
আমি শুধুই দেখেছি
করতে পারিনি কিছুই
তাই অপেক্ষায় আছি
শুধু তোমার বদ হজমের অপেক্ষায় আছি...

No comments:

Post a Comment