Tuesday, March 22, 2011

বসন্ত চলে যায়

বসন্ত চলে যায়-আমার ডালে তবুও কোন ফুল ফোটেনা
আমি মরা শালিকের মত -কোকিলের স্বরে ডাকতে গিয়ে
নিজেকে আবিষ্কার করি মরা চাতালের মত
এবং বসন্ত চলে যায়
বসন্ত চলে গেলে জানি গ্রীষ্মের তাপদাহে আমি আবার হিমান্ক হব
হিমান্কের নিচে আমি আমাকে
বরফের শীতলতার মাঝে আবিষ্কার করবো

এবং ততদিনে চারপাশে এসে ভিড় করবে বর্ষা
বর্ষা এলেই আমি নিজেকে গুটিয়ে নেব
কারণ জলের ধারা কবেই আমার শরীর থেকে
বেরিয়ে গেছে কান্না হয়ে
আমি তাই বৃষ্টি থেকে কান্না নেবো
কিন্ত আমার ডালে গজানো মরা পাতারা হেমন্তের কলরোলে
এসে থমকে দাঁড়াবে শুন্যতার কারণে
এবং তারপর সংগ্রাম
সংগ্রাম এলেই নিজেকে আমি আবিষ্কার করবো
শীতের সংসর্গ থেকে দুরে থাকা বিদেশী পাখির মত
আমি নিজেকে আড়াল করবো
মহাঘুমে আমি কাটিয়ে দেব শীতের সময় টুকু
অতঃপর অপেক্ষা শুধু বসন্তের
তারপর বসন্ত এলেই আমি তোমার অভাবে
মরা বৃক্ষের মত
হীমশীতল কাতরতার সাথে
কঠিনশীলার বুকে মাথা কুটে
তোমার নাম বার বার ডেকে যাব
তুমি শুনেও না শোনার ভান করবে
তুমি আমার কান্না দেখেই না দেখার ভান করবে
এবং তোমাকে আমার কষ্ট কোন ভাবেই নাড়া দেবেনা
এবং তুমি আসবেনা
আমি তোমার জন্য ফুল ফোটাতে নিয়ে আসবো
হিমালয় থেকে লু হাওয়া
আমি দিবিদিকজ্ঞানশুন্য হয়ে তোমাকে নিবেদন করবো
আমার সকল সুখের আকর
আমি শুন্য পৃথিবীতে ছড়িয়ে দেব প্রাণ ও বীজ
আমি সকল মরুময়তার মাঝেও তোমার জন্য
শুধু তোমার জন্য বানিয়ে দেব কল্পতরু
কিন্ত হয়তো আমাকে উপেক্ষা করে
প্রতিবারের মত আগামীবার ও তুমি আসবেনা
এবং বসন্ত চলে গেলে ও আমার ডালে আর কোন দিন ফুল ফুটবেনা

No comments:

Post a Comment