-কেমুন আছো বাহে?
_ভালা আছি বাহে -বাঁইচা আসি
-তোমার মায়াডা কেমুন আছে?
_মইরা গেছে বিষ খায়া-
-ঐ শয়তান গুলারে তুমি শাস্তি দেওনের লাইগা কওনাই?
_মেম্বারের পোলারে কি কিছু কওন যায়? হেগো দেশ-হেগো রাজত্ব
-তোমার মায়ার ঈজ্জ্বত নিসে-তুমি কিছু কওনাই?
_বিচার দিসিলাম বাহে-বিচারে মিনুর শাস্তি হইসে
-কও কি? তোমার মিনুর ঈজ্জ্বত গেছে-এটা মিনুর দোষ?
_মিনু মা নাকি হের পোলারে লোভ দেখায়সে
-ছিঃ ছিঃ
_হায়.......
-ক্ষেতে ফসল কেমন উঠছে বাহে?
_ক্ষেত নাই-গেল বছর চেয়ারম্যান থেইকা কর্য নিসিলাম ঘরতোলার লাগি
_এই বছর আইসা আমার জমি দখল নিসে
-হায় হায় তুমি খাইতাস কি?
_বাইচা আছি বাহে-বাইচা আসি
-মিনুর মা কিভাবেই না মরল-তোমার কষ্ট লাগে নাই?
_হ বাহে-তবুও বাইচা আসি
-তোমার ছোট পোলায় নাকি বিয়া কইরা চইলা গেছে শহরে
-টেকা পয়সা কিছু দেয়না-তুমি চলতাস কেমনে?
_বাহে বাইচা আসি
-তোমার হালে গরুটারে ও তো চুরি কইরা বেইচা দিসে হারান শেখ
_হ বাহে তবুও বাইচা আসি
-তোমারে সদরে ভিক্ষা করতে দেখছিলো রতন্যা-এখন তুমি তা ও করনা
_হ বাহে বাইচা আসি
-তোমার বাম পা ডা ফুলসে বেশী-সেই যে যুদ্ধের সমে তুমি গুলি খাইসিলে
-হাটতে ও পারোনা-ভিক্ষা ও পাওনা-দিন কেমনে চলে বাহে?
_এইতো চলে-বাইচা আসি
-ঠিক আছে ভালা থাকিও-অহন গেলাম....
_হ বাহে- বাইচা থাকুম.........................
_ভালা আছি বাহে -বাঁইচা আসি
-তোমার মায়াডা কেমুন আছে?
_মইরা গেছে বিষ খায়া-
-ঐ শয়তান গুলারে তুমি শাস্তি দেওনের লাইগা কওনাই?
_মেম্বারের পোলারে কি কিছু কওন যায়? হেগো দেশ-হেগো রাজত্ব
-তোমার মায়ার ঈজ্জ্বত নিসে-তুমি কিছু কওনাই?
_বিচার দিসিলাম বাহে-বিচারে মিনুর শাস্তি হইসে
-কও কি? তোমার মিনুর ঈজ্জ্বত গেছে-এটা মিনুর দোষ?
_মিনু মা নাকি হের পোলারে লোভ দেখায়সে
-ছিঃ ছিঃ
_হায়.......
-ক্ষেতে ফসল কেমন উঠছে বাহে?
_ক্ষেত নাই-গেল বছর চেয়ারম্যান থেইকা কর্য নিসিলাম ঘরতোলার লাগি
_এই বছর আইসা আমার জমি দখল নিসে
-হায় হায় তুমি খাইতাস কি?
_বাইচা আছি বাহে-বাইচা আসি
-মিনুর মা কিভাবেই না মরল-তোমার কষ্ট লাগে নাই?
_হ বাহে-তবুও বাইচা আসি
-তোমার ছোট পোলায় নাকি বিয়া কইরা চইলা গেছে শহরে
-টেকা পয়সা কিছু দেয়না-তুমি চলতাস কেমনে?
_বাহে বাইচা আসি
-তোমার হালে গরুটারে ও তো চুরি কইরা বেইচা দিসে হারান শেখ
_হ বাহে তবুও বাইচা আসি
-তোমারে সদরে ভিক্ষা করতে দেখছিলো রতন্যা-এখন তুমি তা ও করনা
_হ বাহে বাইচা আসি
-তোমার বাম পা ডা ফুলসে বেশী-সেই যে যুদ্ধের সমে তুমি গুলি খাইসিলে
-হাটতে ও পারোনা-ভিক্ষা ও পাওনা-দিন কেমনে চলে বাহে?
_এইতো চলে-বাইচা আসি
-ঠিক আছে ভালা থাকিও-অহন গেলাম....
_হ বাহে- বাইচা থাকুম.........................
No comments:
Post a Comment