Tuesday, March 22, 2011

আমি আজ হারিয়ে যাব

আমি আর থাকবোনা তোমার আঁচল জুড়ে
থাকবোনা তোমার ঐ মিষ্টি গানের সুরে
আমি আজ হারিয়ে যাব
লিখোনা আমাকে নিয়ে আর কোন কবিতা
দিওনা দুঃখ তুমি লিখে গল্পগাঁথা
আমি আজ হারিয়ে যাব

আমাকে নিয়ে তোমার যত অভিযোগ
বেলা অবেলায় প্রেম যত সম্ভোগ
ক্লান্ত হবেনা আর-সুখ চারিধারে
জীবনের প্রয়োজনে মোহ ঘুরেফিরে
তাই আমি কাটবোনা রাত্রি দুপুরে
আবোল তাবোল সুর তোমার ঐ চুলে
আমি আজ হারিয়ে যাব

আকাঁশের তারা গুলো নেই গেছে দুরে
চাঁদটা বড্ড একা বেহুলার সুরে
হিজলের বনে তাই জোছনার ত্রাস
আলোকিত চারিদিক যেন সন্ত্রাস
একটু জমাট আঁধার চাই শুধু তাই
হারাবার বেদনায় হৃদয়ের ছাই
তাই আমি আজ হারিয়ে যাব।।

No comments:

Post a Comment