Saturday, April 23, 2011

ঈশ্বর হতে চেয়েছিলো ছেলেটা

ঈশ্বর হতে চেয়েছিলো ছেলেটা
বানাতে চেয়েছিলো সুন্দর পৃথিবী এক
ঈশ্বর তার শত্রু হয়েছিলো
নেমেছিলো দিনে আধাঁর আধেক।

বানাতে চেয়াছিলো এক সুন্দর রমনী
নিজেকে করে আদিম পুরুষ
সবুজ সুন্দর পৃথিবীর বুকে
স্বর্গে নিয়ে যেতে চেয়েছিলো আদিম মানুষ..

পারেনি ছেলেটা-পারেনি কুলোতে
ঈশ্বর তাকে করে ছাড়খার
দেয়নি তাকে পৃথিবীর বুকে
নতুন পৃথিবী বানাবার........

অভিশাপে তার দেহ হয় ছাড়খাড়
ঈশ্বরের ও নেই সময় -ফিরে তাকাবার
পৃথিবী তাকে করেছে অচ্ছুত
দেয়নি তাকে অধিকার বাঁচার।

No comments:

Post a Comment