Saturday, April 23, 2011

ভালবাসা-ছলনা

দোষ করেনি তারা শুধু প্রেমে পড়েছে
লেখাপড়া চুলোয় দিয়ে ডুবে মরেছে
জানতো যদি ওরা কোন পথে চলেছে-
সমাজেরই চোখে তারা দোষ করেছে।।

ভালোবাসায় ওদের কোন দোষ ছিলোনা
উদাস মনের ছেলেটা যে কিছু বোঝেনা
স্বপ্ন আঁকে মনের কোনে সেই মেয়েটা
ভালোবাসা যে ছলনা তারা জানেনা।।

লুকিয়ে লুকিয়ে তারা আজ পালিয়েছে
সবুজ দিগন্তে তারা ঘর বেধেছে
সুন্দর জীবনের স্বপ্ন দেখেছে
ভালোবাসা যে ছলনা কে বলেছে???

অভাবে ছেলেটার মাথা ঠিক ছিলোনা
ভালোবাসার মানে মেয়েটার মনে ছিলোনা
দুজনের পথ আলাদা হয়েছে
ভালোবাসা যে ছলনা -সব বুঝে গিয়েছে।।

No comments:

Post a Comment