অপ্রত্যাশিত তিনটি চুমু তোমার ঠোঁটে খেয়ে
চোখ দুটো মোর আনন্দে রুদ্ধ হয়ে গিয়ে
চলে গেলাম একলাফে ঐ সে ঘুমের দেশে
যেথায় সকল ভাবনায় তুমিই অবশেষে-
গাইলে হেসে হেসে
ভালোবাসার গান
মেয়ে তোমার তরে আমার অশ্রু- কান্না - তান।।
তোমার জন্য আবার আমার কান্না অবসান
স্বপ্নে স্বপ্নে বিভোর আমার - স্বপ্নে ডাকে বান
তোমার জন্য মেয়ে আমার কবিতা ও গান।।
খেলবো মেয়ে তোমার সাথে ঘটিবাটি খেলা
আমার বিকেল সারা বেলা-
তোমার সাথে আমার আবার
ঝগড়া সারা বেলা
আবার তোমার মাঝেই আমার তোমার ঝগড়া অবসান
মনের মাঝেই মনের কড়ি-ভালোবাসার গান....
চোখ দুটো মোর আনন্দে রুদ্ধ হয়ে গিয়ে
চলে গেলাম একলাফে ঐ সে ঘুমের দেশে
যেথায় সকল ভাবনায় তুমিই অবশেষে-
গাইলে হেসে হেসে
ভালোবাসার গান
মেয়ে তোমার তরে আমার অশ্রু- কান্না - তান।।
তোমার জন্য আবার আমার কান্না অবসান
স্বপ্নে স্বপ্নে বিভোর আমার - স্বপ্নে ডাকে বান
তোমার জন্য মেয়ে আমার কবিতা ও গান।।
খেলবো মেয়ে তোমার সাথে ঘটিবাটি খেলা
আমার বিকেল সারা বেলা-
তোমার সাথে আমার আবার
ঝগড়া সারা বেলা
আবার তোমার মাঝেই আমার তোমার ঝগড়া অবসান
মনের মাঝেই মনের কড়ি-ভালোবাসার গান....
No comments:
Post a Comment