হে মানব সম্প্রদায়- তোমাদের উদ্দেশ্যে আমি বলছি---
মানুষ হয়ে জন্মেছো সুন্দর পৃথিবীর বুকে-
নষ্ট করেছো ধরনীর সুশোভিত বনাঞ্ছল
নষ্ট করেছো পৃথিবীর প্রকৃতিক সৌন্দর্য
গড়ে তুলেছো সুবিশাল স্থাপত্য
নিংড়ে নিয়েছ মর্তলোকের আর্শিবাদ-
বিনিময়ে কি দিয়েছ???
হাতের কড় গুনে হিসেব করে দেখো....
নিজেদের অনেক বড় প্রজাতি বলে ঘোষনা প্রদানকারী
হে মানব সম্প্রদায়-
তোমরাই গড়ে তুলেছ ধ্বংস আর হত্যার
বিভৎস ইতিহাস-
মৃত্যুবরন করেছ দলে দলে
মেরেছো তারো দ্বিগুন- হোলি খেলেছ রক্ত নিয়ে
আপন ভাইয়ের অথবা আপন পিতার
বিনিময়ে কি পেয়েছ?
ইতিহাসের নগ্নতার বিবরে একটা তথাকথিত স্বর্ণলিখিত নাম-
বিনিময়ে কি দিয়েছ???
হাতের কড় গুনে হিসেব করে দেখ---
হে মানব সম্প্রদায়-জীবিত মানুষগুলো
হাহাকার করে শীত আর ক্ষুধার পীড়নে
তোমার আনন্দে নিশিযাপন করো
চিন্তা ও করোনা তোমার পাশের ঐ শীতার্ত মানুষের
কিনবা তার কথা যে না খেয়ে তাকিয়ে আছে তোমাদের দিকে----
তাদের তুমি কি দিয়েছ???
হাতের কড় গুনে হিসেব করে দেখো........
মানুষ হয়ে জন্মেছো সুন্দর পৃথিবীর বুকে-
নষ্ট করেছো ধরনীর সুশোভিত বনাঞ্ছল
নষ্ট করেছো পৃথিবীর প্রকৃতিক সৌন্দর্য
গড়ে তুলেছো সুবিশাল স্থাপত্য
নিংড়ে নিয়েছ মর্তলোকের আর্শিবাদ-
বিনিময়ে কি দিয়েছ???
হাতের কড় গুনে হিসেব করে দেখো....
নিজেদের অনেক বড় প্রজাতি বলে ঘোষনা প্রদানকারী
হে মানব সম্প্রদায়-
তোমরাই গড়ে তুলেছ ধ্বংস আর হত্যার
বিভৎস ইতিহাস-
মৃত্যুবরন করেছ দলে দলে
মেরেছো তারো দ্বিগুন- হোলি খেলেছ রক্ত নিয়ে
আপন ভাইয়ের অথবা আপন পিতার
বিনিময়ে কি পেয়েছ?
ইতিহাসের নগ্নতার বিবরে একটা তথাকথিত স্বর্ণলিখিত নাম-
বিনিময়ে কি দিয়েছ???
হাতের কড় গুনে হিসেব করে দেখ---
হে মানব সম্প্রদায়-জীবিত মানুষগুলো
হাহাকার করে শীত আর ক্ষুধার পীড়নে
তোমার আনন্দে নিশিযাপন করো
চিন্তা ও করোনা তোমার পাশের ঐ শীতার্ত মানুষের
কিনবা তার কথা যে না খেয়ে তাকিয়ে আছে তোমাদের দিকে----
তাদের তুমি কি দিয়েছ???
হাতের কড় গুনে হিসেব করে দেখো........
No comments:
Post a Comment