মেয়েটা থাকে ছেলেটার দিকে তাকিয়ে
ছেলেটা থাকে চোখ দুটো তার বাকিয়ে
স্বপ্ন আঁকে মনের কোনে লুকিয়ে
ছেলেটা থাকে মেয়েটার দিকে তাকিয়ে।।
ছেলেটার নেই দামী কোন বসন
মেয়েটার চোখে থাকে বন্ধ্যা ভাষণ
মেয়েটার করে ছেলেটাকে শুধু শাষণ
ছেলেটার তবু হয়না দামী বসন।।
ছেলেটা দেখে কতো স্বপ্ন ছবি
মেয়েটা জানে ছেলেটা ভালো কবি
স্বপ্ন লোকের অন্তরালে সবই
মেয়েটা কি পাবে স্বপ্নলোকের চাবি??
মেয়েটা চায়নি পালাতে জীবন থেকে
ছেলেটা গিয়েছে শুধুই স্বপ্ন দেখে
মেয়েটা গেল যে ছেলেটাকে একা রেখে
ছেলেটা এখন শুধুই স্বপ্ন দেখে.....
ছেলেটা থাকে চোখ দুটো তার বাকিয়ে
স্বপ্ন আঁকে মনের কোনে লুকিয়ে
ছেলেটা থাকে মেয়েটার দিকে তাকিয়ে।।
ছেলেটার নেই দামী কোন বসন
মেয়েটার চোখে থাকে বন্ধ্যা ভাষণ
মেয়েটার করে ছেলেটাকে শুধু শাষণ
ছেলেটার তবু হয়না দামী বসন।।
ছেলেটা দেখে কতো স্বপ্ন ছবি
মেয়েটা জানে ছেলেটা ভালো কবি
স্বপ্ন লোকের অন্তরালে সবই
মেয়েটা কি পাবে স্বপ্নলোকের চাবি??
মেয়েটা চায়নি পালাতে জীবন থেকে
ছেলেটা গিয়েছে শুধুই স্বপ্ন দেখে
মেয়েটা গেল যে ছেলেটাকে একা রেখে
ছেলেটা এখন শুধুই স্বপ্ন দেখে.....
No comments:
Post a Comment