কাঁপছে পৃথিবী দেখো শীতে থরো থরো
রাস্তাতে ছেলেটা দেখো কুঁজো জড়োসরো
একটা কাপড় ও কেউ দেয়নিকো তাকে
বিবেকের আত্মারা বিবেকেই থাকে..
অট্টালিকার মাঝে তুমি শোও খাটে
শীতের কাঁপুনি তুমি উড়াও তুড়িতে
কিন্তু কি ভেবেছ সে মেয়েটার কথা?
এই শীতে কি করে সে-আছে মাথা ব্যাথা???
"মানুষ মানুষের তরে" বলো তুমি কতো
খাচ্ছ লোভের হাঁড়ি তুমি অবিরত
দিচ্ছ কি গরীবেরে এতটুকু দান?
অথচ এ সমাজে তুমি কত্তো মহান.....
এবার এসো না তুমি গরীব কাতারে
ফোটাও না হাসি তুমি ঐ গরীব মায়েরে...
দিয়ে দাও তাকে তোমার আছে ভুরিভুরি
এসোনা আজ মোরা এ দেশ টা গড়ি..........
রাস্তাতে ছেলেটা দেখো কুঁজো জড়োসরো
একটা কাপড় ও কেউ দেয়নিকো তাকে
বিবেকের আত্মারা বিবেকেই থাকে..
অট্টালিকার মাঝে তুমি শোও খাটে
শীতের কাঁপুনি তুমি উড়াও তুড়িতে
কিন্তু কি ভেবেছ সে মেয়েটার কথা?
এই শীতে কি করে সে-আছে মাথা ব্যাথা???
"মানুষ মানুষের তরে" বলো তুমি কতো
খাচ্ছ লোভের হাঁড়ি তুমি অবিরত
দিচ্ছ কি গরীবেরে এতটুকু দান?
অথচ এ সমাজে তুমি কত্তো মহান.....
এবার এসো না তুমি গরীব কাতারে
ফোটাও না হাসি তুমি ঐ গরীব মায়েরে...
দিয়ে দাও তাকে তোমার আছে ভুরিভুরি
এসোনা আজ মোরা এ দেশ টা গড়ি..........
No comments:
Post a Comment