Saturday, April 23, 2011

উত্তুরে হাওয়া......

উত্তুরে হাওয়া এসে লাগে মোর পিঠে
দক্ষিনে হাওয়া নেই-মেজাজ খিটখিটে
পুবালী বাতাস বলে-যাই আমি যাই...
পশ্চিমে আমি মোর শ্মশান সাজাই...

নদী বলে শেষ জল পান করে যা-
গাছ বলে কাঠ নিয়ে শ্মশান সাজা
তোর মনে আছে দূঃখ বেদনা
তুই না থাকলে জানি কেউ কাঁদবেনা...

সাগরের ঢেউ বলে আয় কাছে আয়
তোকে আমি আমার দেশে নিয়ে যাই
আমি বলি থাক কোন নেই যে তাড়া
জীবনটা দেখে যাই-একটু দাড়া......

No comments:

Post a Comment