পড়ো- ঐ
ঐরাবত ছুটেছে ঐ
ছুটেছিলো সেই যুদ্ধের সময়
আমি হাতির পাল ছুটতে দেখিনি
দেখেছি হাজার হাজার মানুষ-যশোর রোডে
দেখেছি সেই রমিজ মিয়ার অদ্ভুত চাহনি
দেখেছি করিমন বেওয়ার সাহসী হাসি-
দেখেছি ছোট্ট রহিমা বিবির কান্না
আর বুলেট
ঝাঁকে ঝাঁকে বুলেট
কারো মাথায় বুলেট
কারো পায়ে বুলেট
কেউ বুকে নিয়ে শুয়ে আছে নর্দমায়
কেউ নির্বিকারে চেয়ে থেকে হজম করেছিলো বুলেট
কেউ বিদ্রোহ করে হজম করেছিলো বুলেট
কেউ বুলেট গেঁথে নিয়েছিলো মগজে
আর যারা নিতে চায়নি- বেঁচে থাকতে চেয়েছে
তারা পালিয়েছিলো
তারা পালিয়েছিলো প্রাণ ভয়ে
তারা ছুটেছিলো
তারা হাতির পালের মত ছুটেছিলো
কতদিন না খেয়ে-না ঘুমিয়ে
যশোর রোডে
হায় একাত্তর।।
ঐরাবত ছুটেছে ঐ
হায়রে ঐরাবত- ছুটেছে অনেক
তারো বেশী ছুটেছিলো সেদিন হাজারো নারী পুরুষছুটেছিলো সেই যুদ্ধের সময়
আমি হাতির পাল ছুটতে দেখিনি
দেখেছি হাজার হাজার মানুষ-যশোর রোডে
দেখেছি সেই রমিজ মিয়ার অদ্ভুত চাহনি
দেখেছি করিমন বেওয়ার সাহসী হাসি-
দেখেছি ছোট্ট রহিমা বিবির কান্না
আর বুলেট
ঝাঁকে ঝাঁকে বুলেট
কারো মাথায় বুলেট
কারো পায়ে বুলেট
কেউ বুকে নিয়ে শুয়ে আছে নর্দমায়
কেউ নির্বিকারে চেয়ে থেকে হজম করেছিলো বুলেট
কেউ বিদ্রোহ করে হজম করেছিলো বুলেট
কেউ বুলেট গেঁথে নিয়েছিলো মগজে
আর যারা নিতে চায়নি- বেঁচে থাকতে চেয়েছে
তারা পালিয়েছিলো
তারা পালিয়েছিলো প্রাণ ভয়ে
তারা ছুটেছিলো
তারা হাতির পালের মত ছুটেছিলো
কতদিন না খেয়ে-না ঘুমিয়ে
যশোর রোডে
হায় একাত্তর।।
No comments:
Post a Comment